TRENDING:

Surya Kumar: বিশ্বকাপে সূর্য কুমার একাই হারিয়ে দিতে পারে পাকিস্তানকে! চর্চা শুরু ওয়াঘার ওপারে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাহোর: পাকিস্তান ক্রিকেটে এক সময় ওপেনার হিসেবে তার নাম ছিল যথেষ্ট। বেশ কিছু ম্যাচে অধিনায়ক ছিলেন পাকিস্তানের। সলমন বাট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হলে তার নজর থাকবে সূর্য কুমার যাদবের ওপর। সালমান বাট মনে করেন বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মার থেকেও পাকিস্তানকে ভোগাবেন সূর্য কুমার যাদব।
সূর্য কুমারের ভয়ে সিটিয়ে পাকিস্তান
সূর্য কুমারের ভয়ে সিটিয়ে পাকিস্তান
advertisement

যদিও এর আগে দু-একবার পাকিস্তানের মুখোমুখি হয়ে সূর্য সেভাবে সাফল্য পাননি, কিন্তু এবারের একদিনের বিশ্বকাপে পাকিস্তানি বোলারদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে সূর্যের ব্যাট। সলমন বাট তাঁর ইউটিউব চ্যানেলে সূর্যকুমার যাদব প্রসঙ্গে বলেছেন, রামিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ৩০ বছর বা তার বেশি বয়সি ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দিতে চাননি একটা সময়।

advertisement

সূর্যকুমার যাদবের যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তখন তার বয়স ৩০ বছর। সূর্যকুমার ভাগ্যবান যে, সে একজন ভারতীয় ক্রিকেটার। যদি সে পাকিস্তানে জন্মগ্রহণ করত, তাহলে রামিজ রাজাদের ভ্রান্ত নীতির শিকার হতে হত। জাতীয় দলে খেলা হত না। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের দরজা খুলছিল না সূর্যকুমার যাদবের সামনে।

advertisement

আইপিএলে তাঁর দুরন্ত পারফরমেন্স শেষ পর্যন্ত জাতীয় দলের দরজা খুলে দেয়। তাঁর দুরন্ত ব্যাটিং দেখে জাতীয় নির্বাচকরা আর আটকে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ২০২১ সালে তাঁকে জাতীয় দলে নিতে বাধ্য হন। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যখন সূর্যকুমারের অভিষেক হয়েছিল, তখন তাঁর বয়স ছিল ৩০ বছর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূর্যকুমারের দক্ষতার প্রশংসাও করেছেন সলমান বাট। তিনি বলেন, ফিটনেস, ব্যাটিং সচেতনতা এককথায় দুর্দান্ত। ওর পরিপক্কতা দেখে মনে হচ্ছে, আগে থেকে জানে বোলার কোন জায়গায় বল ফেলতে পারে। সেই ভাবেই নিজেকে তৈরি করে নতুন নতুন শট নিচ্ছে। সত্যিই ওর ব্যাটিং দেখে আমি মুগ্ধ। বাট মনে করেন সূর্য কুমারের মত ব্যাটসম্যান শতাব্দীতে একবার দুবার আসে। ভারত অত্যন্ত ভাগ্যবান এরকম একজন অসাধারণ প্রতিভা পেয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Surya Kumar: বিশ্বকাপে সূর্য কুমার একাই হারিয়ে দিতে পারে পাকিস্তানকে! চর্চা শুরু ওয়াঘার ওপারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল