TRENDING:

‘‘ধোনির সঙ্গে আমার কোনও বিভেদ নেই ’’: বিরাট

Last Updated:

তাঁর এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে কোনও বিভেদ নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুবনন্তপুরম: তাঁর এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে কোনও বিভেদ নেই। তবু কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভেদ তৈরি করতে চান। চাঞ্চল্যকর এমনই মন্তব্য এবার শোনা গেল বিরাট কোহলির গলায়।
advertisement

ধোনির সঙ্গে তাঁর দূরত্বের গুঞ্জন নিয়ে ভারত  অধিনায়কের গলায় উঠে এল একরাশ বিরক্তি। রাজকোটে ধোনির ইনিংস সত্ত্বেও ভারতের হার নিয়ে সমালোচনা হয়েছে কোনও কোনও মহলে। তবে কোহলির সাফ কথা, আমাদের সম্পর্কে কেউ প্রভাব ফেলতে পারবে না। আমাদের বন্ধুত্ব চিরজীবন অটুট থাকবে। আমি দেখেছি, আমাদের দু’জনের সম্পর্কে ভাঙন ধরেছে, এ সব বলে অনেক লেখালেখি হয়েছে। সব চেয়ে ভাল ব্যাপার হল, এ সব লেখা আমিও পড়ি না, ধোনিও পড়ে না। এর পরে লোকে যখন আমাদের দু’জনকে এক সঙ্গে দেখে, তখন ভাবে, আরে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল না! এ সব নিয়ে আমরা হাসাহাসি করি। আর কেউ প্রশ্ন করলে বলি, ঝামেলা ছিল নাকি ? সত্যি ! আমরা তো জানি না।

advertisement

তবে কোহলি যাই বলুন, ভি ভি এস লক্ষ্মণ মনে করেন ধোনির সরে গিয়ে ভারতীয় দলে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।

বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ধোনির সঙ্গে আমার কোনও বিভেদ নেই ’’: বিরাট