#পোর্ট অফ স্পেন: চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক পরেই কোনও বিশ্রাম ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া ৷ পোর্ট অফ স্পেনে প্রথম ম্যাচে কোনও প্রস্তুতি ছাড়াই শুক্রবার খেলতে নেমেছিলেন বিরাটরা ৷ এদিন টস জিতে ভারতকেই প্রথমে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ৷
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালই করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা ৷ রান পেয়েছেন দুই ওপেনার শিখর ধাওয়ান (৮৭) এবং অজিঙ্কা রাহানে (৬২) ৷ ভারতীয় ব্যাটসম্যানরা শুরুটা ভাল করলেও খুব বেশি লাভ হল না ৷ কারণ ইনিংসের ৩৯.২ ওভারেই শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি ৷ শেষপর্যন্ত সেই বৃষ্টি আর থামেওনি ৷ প্রথম ম্যাচে তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে ৷ অধিনায়ক বিরাট কোহলি অপরাজিত থাকেন ৩২ রানে ৷ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে আগামীকাল রবিবার এই পোর্ট অফ স্পেনেই ৷
advertisement