আরও পড়ুন: এবার টেস্ট থেকে অবসর কোহলির! ব্রিসবেনে ব্যর্থতার পর দাবি নেট দুনিয়ার
রবিবার বেঙ্গালুরুতে নিলামের পর নীতা আম্বানি বলেন, “আজ আমরা যে দল তৈরি করেছি, তাতে আমরা সবাই খুব খুশি এবং সন্তুষ্ট। নিলাম সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং আবেগপ্রবণ হয়। আমি আজকের নিলামে অংশগ্রহণকারী সব মেয়ের প্রতি গর্বিত এবং যারা এখন মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হয়েছে, সেই জি কামালিনী, নাদিন ডি ক্লার্ক, সংস্কৃতি গুপ্তা এবং অক্সিতা মহেশ্বরীকেও অভিনন্দন জানাই।”
advertisement
তিনি নতুন চার খেলোয়াড়কে উষ্ণ বার্তা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আমরা আপনাদের মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হিসেবে উষ্ণ অভ্যর্থনা জানাই। মুম্বই ইন্ডিয়ান্স সবসময় তরুণ প্রতিভা খুঁজে বের করে, তাদের ঠিক মতো গাইডের পাশাপাশি বিকাশেও সাহায্য করে। আমরা এটি আমাদের পুরুষদের দলের সঙ্গে করেছি।” তিনি এরপর আরও বলেন, “বুমরাহ, হার্দিক এবং এখন তিলককে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখে আমাদের গর্ব হয়। আমরা আমাদের মেয়েদের জন্যও একই চেষ্টা করছি। গত বছর, আমরা নিলামে সাজানাকে নিয়েছিলাম। এখন তাকে ভারতীয় দলে খেলতে দেখে অসাধারণ লাগছে।”
আরও পড়ুন: শেষ ভরসা রোহিত-রাহুল জুটি অথবা বৃষ্টি! গাব্বাতেও হারের ভ্রুকুটি ভারতের সামনে!
মুম্বই ইন্ডিয়ান্স এবারও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার জি কামালিনীকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। তামিলনাড়ুর ১৬ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার এদিনই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক করেছেন। নীতা আম্বানি বলছিলেন, “এই বছর আমরা ১৬ বছর বয়সী কামালিনীকে নিয়ে খুবই উৎসাহিত। আমাদের স্কাউটরা তাকে কিছু সময় ধরে নজর রাখছিল এবং সে অত্যন্ত প্রতিশ্রুতিশীল নতুন প্রতিভা। তাকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তাই, আজকের নিলাম আমাদের জন্য অত্যন্ত সন্তোষজনক।”
উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স ডব্লিউপিএলের প্রথম চ্যাম্পিয়ন। এবার তারা ১৮ সদস্যের স্কোয়াড সম্পূর্ণ করার জন্য দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক, মধ্যপ্রদেশের অলরাউন্ডার সংস্কৃতি গুপ্তা এবং রাজস্থানের পেসার অক্সিতা মহেশ্বরীর পাশাপাশি কামালিনীকেও এবার দলে টেনেছে।