নিজেদের প্রি সিজন গেমে এবার ভারতে করছে এনবিএ ৷ রিলায়েন্স ফাউন্ডেশনের জুনিয়র এনবিএ - প্রোগাম রয়েছে ৷ তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার কাজ করছে তারা ৷ এটাকে পৃথিবীর সবচেয়ে বড় জুনিয়র এনবিএ প্রোগ্রাম হিসেবে স্বীকৃত হয়েছে ৷ ১ কোটি ১০ লক্ষ শিশু এতে অংশ নিচ্ছে ৷ ২০ টি রাজ্যের ৩৪ টি শহরে এই প্রোগ্রাম রয়েছে ৷ এর ফলে ছোটদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে ৷
advertisement
আরও পড়ুন - ব্রিটিশদের উদ্যোগে, তাদের সহায়তায় দুর্গাপুজো? জেনে নিন ধুপগুড়ির পুজোর ইতিহাস
এই উদযাপন উপলক্ষ্যে রিলায়েন্স ফাউন্ডেশন জুনিয়র এনবি এ প্রোগ্রামের শিশুদের এদিন স্টেডিয়ামে আনা হয়েছিল ৷ NSCI ডোমে ভারতের প্রথম এনবিএ ম্যাচ খেলা হবে ৷ ৪ অক্টোবর সেই ঐতিহাসিক দিন ৷নীতা অম্বানি জানিয়েছেন, ‘‘রিলায়েন্স ফাউন্ডেশন গর্বিত ভারতে এনবিএ কে আনতে পেরে ৷ ভারতের শিশুদের এটা দারুণ একটা সুযোগ ওই ম্যাজিকের সাক্ষী হওয়ার জন্য ৷ নিজেদের পার্টনারশিপের জন্য এনবিএ-র সঙ্গে সফল জুটি বেঁধেছে ৷ আমি এনবিএ কে ধন্যবাদ জানাই ভারতে বাস্কেটবল নিয়ে আসার জন্য , ভারতে অভাবনীয়ভাবে যাত্রাপথ এনবিএ-র ৷ ’’
বিভিন্ন খেলায় ভারতীয় খেলোয়াড়রা প্রতিভার বিকাশ ঘটিয়েছেন ৷ ভারতে ৬০ কোটি মানুষ ২৫ বছরের নিচে রয়েছেন ৷ যা ভারতের খেলার ভবিষ্যতকে উজ্জ্বল ও সুন্দর করে দিয়েছে ৷
আরও দেখুন

