ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাঙ্গারাটিবাতে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন নেইমার। ১০ হাজার বর্গ কিলোমিটার জায়গার উপর তৈরি হচ্ছে বাড়ি। অভিযোগ, নিজের শখ পুূরণের জন্য নদী কেটে জল নিয়ে এসে সেখানে একটি কৃত্রিম হ্রদ বানিয়েছেন নেইমার। এছাড়া সেই হ্রদের ধারে বাইরে থেকে বালি নিয়ে বিচ বানিয়েছেন। যার জন্য অবৈধ খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্টের অভিযোগ আনা হয়েছে ব্রাজিলের পরিবেশ মন্ত্রকের তরফ থেকে।
advertisement
এই বাড়ি তৈরি করতে গিয়ে এর আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। সেই সময় ৮ কোটি টাকার জরিমানা দিতে হয়েছিল তারকা ফুটবলারকে। কিন্তু এবার সরাসরি পরিবেশ নষ্টের অভিযোগ। ব্রাজিলের আইন অনুযায়ী এর জন্য কঠিন শাস্তিও হতে পারে নেইমারের। কত টাকার জরিমানা করা হবে এবার নেইমারকে তা এখনও ঠিক হয়নি। তদন্ত শেষ হলেই তা নির্ধারণ করা হবে। তবে ‘নদী চুরির’ জন্য গতবারের থেকেও মোটা টাকা জরিমান হতে পারে নৈইমারের।