TRENDING:

Neymar controversy: এবার 'নদী চুরির' অভিযোগ নেইমারের বিরুদ্ধে, শখ পূরণের খেসারত দিতে হতে পারে কঠিন শাস্তি

Last Updated:

নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে বারবার বিতরিকে জড়িয়েছেন ব্রাজিলের (Brazil) সুপার স্টার (Super Star) ফুটবলার নেইমার জুনিয়র (Neymar Jr)। বাড়ি তৈরি করতে গিয়ে পরিবেশ নষ্ট করায় এর আগেও মোটা টাকা জরিমানা (Money Penalty) দিতে হয়েছিল নেইমারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিও ডি জেনেইরো: নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের সুপার স্টার ফুটবলার নেইমার জুনিয়র। বাড়ি তৈরি করতে গিয়ে অবৈধ নির্মাণ করায় এর আগেও মোটা টাকা জরিমানা দিতে হয়েছিল নেইমারকে। এবার আরও বড় অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে। নিজের খামার বাড়ির সৌন্দর্য্য বাড়াতে সরকারকে না জানিয়ে নদী কেটে নিয়ে এসে বাড়িতে হ্রদ বানানোর অভিযোগ পিএসজি তারকার বিরুদ্ধে।
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র
advertisement

ব্রাজিলের রিও ডি জেনেইরোর মাঙ্গারাটিবাতে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন নেইমার। ১০ হাজার বর্গ কিলোমিটার জায়গার উপর তৈরি হচ্ছে বাড়ি। অভিযোগ, নিজের শখ পুূরণের জন্য নদী কেটে জল নিয়ে এসে সেখানে একটি কৃত্রিম হ্রদ বানিয়েছেন নেইমার। এছাড়া সেই হ্রদের ধারে বাইরে থেকে বালি নিয়ে বিচ বানিয়েছেন। যার জন্য অবৈধ খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্টের অভিযোগ আনা হয়েছে ব্রাজিলের পরিবেশ মন্ত্রকের তরফ থেকে।

advertisement

আরও পড়ুনঃ Indian Cricket Team: টেস্ট অধিনায়ক থেকে শীঘ্রই বাদ রোহিত শর্মা! কে হতে পারে পরবর্তী নেতা, তালিকায় চমকে দেওয়া ৬ নাম

আরও পড়ুনঃ ODI World Cup 2023: বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে মাথায় হাত! শক্তি কমবে ভারতের? ৩ তারকাকে পাওয়া নিয়ে সংশয়

advertisement

এই বাড়ি তৈরি করতে গিয়ে এর আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। সেই সময় ৮ কোটি টাকার জরিমানা দিতে হয়েছিল তারকা ফুটবলারকে। কিন্তু এবার সরাসরি পরিবেশ নষ্টের অভিযোগ। ব্রাজিলের আইন অনুযায়ী এর জন্য কঠিন শাস্তিও হতে পারে নেইমারের। কত টাকার জরিমানা করা হবে এবার নেইমারকে তা এখনও ঠিক হয়নি। তদন্ত শেষ হলেই তা নির্ধারণ করা হবে। তবে ‘নদী চুরির’ জন্য গতবারের থেকেও মোটা টাকা জরিমান হতে পারে নৈইমারের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Neymar controversy: এবার 'নদী চুরির' অভিযোগ নেইমারের বিরুদ্ধে, শখ পূরণের খেসারত দিতে হতে পারে কঠিন শাস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল