TRENDING:

পেলের শেষ যাত্রায় অনুপস্থিত, তীব্র ভর্ৎসনার শিকার নেইমার-কাকা-রোনাল্ডোরা

Last Updated:

পেলের শেষ যাত্রায় উপস্থিত না থেকে বিতর্কে জড়ালেন নেইমার, কাকা, রোনাল্ডো নাজারিওরা। ব্রাজিলের প্রাক্তন ফুটবলাররা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের একাংশ এর জন্য কড়া সমালোচনা করেছে তারকা ফুটবলারদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#স্যান্টোস: ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে ব্রাজিলের একাধিক ফুটবল তারকা শেষ শ্রদ্ধা জানাতে স্যান্টোসে না যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। যেই তালিকায় রয়েছে রোনাল্ডো নাজারিও, কাকা, নেইমারের মত তারকারা। যা নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন ব্রাজিলের প্রাক্তন কয়েক জন ফুটবলার। ব্রাজিলের সংবাদ মাধ্যমের একাংশও এই বিষেয়ে তোপ দেগেছেন নেইমারদের বিরুদ্ধে।
advertisement

গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সোমবার অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই প্রয়াত ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলের প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ, সাও পাওলোর গভর্নর তারসিসিও ডি ফ্রেইতাস সহ অন্যান্যরা।

advertisement

মৃত্যুর আগে ব্রাজিলকে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন দেখেতে চেয়েছিলেন পেলে। সে আশা পূরণ হয়নি। শেষবার ২০০২ সালে ব্রাজিলের বিশ্বজয়ী দলের কোনও সদস্যই উপস্থিত থাকেননি পেলের শেষ যাত্রা। ১৯৯৪ সালে বিশ্বজয়ী দলের মাত্র একজন মাউরো সিলভা উপস্থিত ছিলেন। যিনি এখন সাও পাওলো ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি। রোনাল্ডো নাজারিও, কাকা, নেইমারের মত তারকারা উপস্থিত না থাকায় সমালোচনা করেছেন সকলেই।

advertisement

ফুটবল সম্রাটের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রাক্তন মিডফিল্ডার জোসে ফেরেইরা নেটো। তিনি রোনাল্ডো, কাকা, নেইমারদের নাম না করে কটাক্ষের সুরে বলেছেন,'পেলে একজন বিশ্বনাগরিক। নেলসন ম্যান্ডেলা বা মহাত্মা গান্ধীর মতই। কিন্তু ব্রাজিলিয়ানরা তা চিনতে পারেননি। কেউ যদি বিশ্বকাপ জয়ী হয় এবং পেলেকে দেখতে না আসে, আমি তাদের কী বলব? সম্মান প্রদর্শনের অভাব'।

advertisement

একসময় কাকা বলেছিলেন,'ব্রাজিলিয়ানরা তাদের জাতীয় নায়কদের প্রতি যথেষ্ট সম্মান দেখায়নি।' কাকা না যাওয়ায এক ব্রাজিলিয়ান কলামিস্ট ওয়াল্টার কাসাগ্রান্ড জুনিয়র বলেছেন, 'কাকা কোথায়, যিনি বলেছিলেন ব্রাজিলিয়ানরা তাদের নায়কদের চিনতে পারে না? এটা স্পষ্ট যে আপনিই প্রধান নায়কদের চিনতে পারেন না।' কেউ কেউ বলেছেন পেলে নানা সময়ে এই সকল তারকাদের খেলা নিয়ে সমালোচনা করেছেন। সেই কারণেই তারা অনুপস্থিত।

advertisement

নেইমারকে আক্রমণ করে ব্রাজিলের এক সাংবাদিক বলেছেন, “নেমার যদি ক্লাবের থেকে ছুটি নিয়ে আসবে বলত, তা হলে নিশ্চয়ই ছেড়ে দিত পিএসজ়ি। নেমার নয় একটু জোর করত এখানে আসার জন্য। বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য তো ক্লাবের উপর জোর খাটায় নেমার। অথচ পেলেকে শ্রদ্ধা জানাতে আসতে পারল না? আমার মনে হয় ব্রাজ়িলের খেলোয়াড় হিসাবে নেমারের উচিত ছিল পেলের শেষযাত্রায় আসা। এটা ব্রাজ়িলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”

আরও পড়ুনঃ রোনাল্ডোকে রাজকীয়ভাবে স্বাগত জানাল আল নাসের, রইল ১০টি সেরা ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, সোমবার ও মঙ্গলবার স্যান্টোসে পেলেকে শ্রদ্ধা জানানোর পর শেষ যাত্রায় স্যান্টোসের বিভিন্ন রাস্তায় নিয়ে যাওয়া হয় ফুটবল সম্রাটকে। সেখানে কাতারে মানুষ উপস্থিত হয়েছিল। সাও পাওলোর নেক্রোপোল একুমেনিকাতে তাকে সমাধিস্থ করা হয় পেলেকে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
পেলের শেষ যাত্রায় অনুপস্থিত, তীব্র ভর্ৎসনার শিকার নেইমার-কাকা-রোনাল্ডোরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল