TRENDING:

ইউরো-কোপার টুকরো খবর

Last Updated:

জয়ের আনন্দে মশগুল। বারপোস্ট থেকেই হাত ফস্কে পড়লেন বুঁফো। ভাগ্য ভাল, বড় চোট থেকে রক্ষা পেয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অল্পের জন্য রক্ষা বুঁফোর
advertisement

জয়ের আনন্দে মশগুল। বারপোস্ট থেকেই হাত ফস্কে পড়লেন বুঁফো। ভাগ্য ভাল, বড় চোট থেকে রক্ষা পেয়েছেন তিনি। তবে ম্যাচে নাক থেকেই রক্ত ঝরল কোচ অ্যান্তনিও কোন্তের।

নেশা ছাড়া দায়!

চোরাটান। ইউরোয় নিষিদ্ধ মদ, তবু সমর্থকদের আটকানো দায়। লুকিয়ে-চুরিয়েই বেশ চলছে মদ্যপান। নিষিদ্ধ হওয়ায় চোরাবাজারে দামও বেড়েছে কয়েকগুণ। তবু নেশা আটকানো শক্ত। ফ্যান জোনে দেদার চলছে চোরাগোপ্তা নেশা।

advertisement

ক্রুজের মন জেসিকায়

ইউক্রেন ম্যাচে জার্মান নায়ক টনি ক্রুজ। তবে দেশের দায়িত্ব সামলানোর পাশাপাশি সংসারও সামলাতেও সমান দক্ষ রিয়াল তারকা। ইউরোর ফাঁকে প্রথম বিবাহবার্ষিকীতে টুইট করে স্ত্রী জেসিকাকে শুভেচ্ছা জানালেন ক্রুজ।

পিকের প্রশংসায় শাকিরা

গান নিয়ে চরম ব্যস্ত। তবু তাঁরই মাঝে খবর নিতে হচ্ছে ম্যাচের। প্রেমিক জেরার পিকে’র গোলে স্পেনের জয়ের পরেই উৎসবে মেতে ওঠেন শাকিরা। টুইটারে ছোট ছেলে শাসার ছবি পোস্টও করেছেন শাকিরা।

advertisement

ব্রাজিলের পাশে নেইমার

তাঁরও মনখারাপ। তবু চোখ-কান বুজে থাকারই উপদেশ নেইমারের। কোপা শতবর্ষে ব্রাজিল বিদায় নিলেও, দলের পাশেই থাকতে চান নেইমার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফুটবলারদের সমালোচনায় কান দিতেও বারণ করছেন তিনি।

ভিক্টোরিয়ার ‘পুতুল পেলে’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজুরিদের তুরুপের তাস নতুন পেলে গ্রাজিয়ানো। আর সেই পেলেই এখন নয়নের মনি ভিক্টোরিয়া ভার্গাসের। হাঙ্গেরির এই মডেল-কন্যারই উচ্ছ্বাস ধরে না ইতালি ম্যাচের পর। গ্রাজিয়ানোকে সামনে না পেয়ে পুতুল পেলেই তৈরি করে নিয়েছেন ভিক্টোরিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ইউরো-কোপার টুকরো খবর