TRENDING:

T20 WC: বাংলা আশঙ্কায় সিত্রাংয়ের, সিডনিতেও দুর্যোগের আশঙ্কা, ম্যাচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

Last Updated:

৯০ শতাংশ অবধি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে৷ লা নিনার এই প্রভাবের মধ্যেই নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে শনিবাক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে৷ দুবাইতে ২০২১ -র ফাইনালের রিপ্লে হিসেবে শুরু টুর্নামেন্ট৷ ট্রান্স তাসমিনিনয়ান এই হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট ফ্যানদের অপেক্ষা৷ দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল পিচ নিজেদের প্ল্যানিং বানানোর পাশাপাশি ,বৃষ্টি নিয়েই খুব জোর চিন্তা৷ এমনকি ৯০ শতাংশ অবধি বৃষ্টির  সম্ভাবনা রয়েছে৷ লা নিনার এই প্রভাবের মধ্যেই নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়াও৷
New Zealand take on Australia under rain threat
New Zealand take on Australia under rain threat
advertisement

পিচ ও পরিস্থিতি

শুক্রবার দিনের বেশিরভাগ সময়ে  পিচ কভারের নীচে ছিল৷ ফিঞ্চ এক ফাঁকে পিচ দেখতে পান৷ তিনি জানিয়েছেন শুষ্ক পিচ৷ সিডনিতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি তা শুকিয়ে ম্যাচ রেডি করার দারুণ ব্যবস্থা রয়েছে৷ দিনের বিভিন্ন সময়ে বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির আশঙ্কা রয়েছে৷

Aus vs NZ weather Update -Photo Courtesy- Accuweather

advertisement

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন , ‘‘আমরা পিচও দেখিনি শুক্রবার সকালেই পিচ ঢেকে দেওয়া হয়৷ এখনই আমরা প্লেয়িং ইলেভেন নিয়ে কিছু বলব না৷ কিন্তু যদি ম্যাচ কম ওভারের হয় তাহলে দলে বদলের সম্ভাবনা থাকবে৷ আমাদের অপেক্ষা করতে হবে৷’’

আরও পড়ুন -  ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির আশঙ্কা চিন্তার কারণ, মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে জরুরি বৈঠক

advertisement

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ অনুযায়ী বলেন, ‘‘যদি শনিবার টুর্নামেন্টে যদি প্রথম ম্যাচ কম ওভারের হয় তাহলে চ্যাম্পিয়ন ও আয়োজক দেশ নিজেদর রণনীতি বদলাবে৷ ’’ তিনি আরও বলেন, ‘‘আপনার সবসময়েই সব পরিস্থিতির জন্য অনেক সময় দেন ও চেষ্টা করেন৷ আপনাকে ফ্লেক্সিবেল হতে হবে আর ম্যাচ প্রভাবিত করা বৃষ্টি কতটা প্রভাবিত করবে ? কম ওভারের ম্যাচ হলে দুই দলের ওপরেই প্রভাব পড়বে৷ ’’

advertisement

এদিকে নিউজিল্যান্ড গতবারের রানার্স ৷ কিন্তু তারা মিশ্র রেজাল্টের সঙ্গে এই টুর্নামেন্ট শুরু করবে৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তারা ২-১ জিতেছিল৷ এছাড়া ত্রিদেশীয় সিরিজও জিতেছিল তারা৷ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ১ বার ও বাংলাদেশের বিরুদ্ধে ২বার জিতেছিল৷ এদিকে ম্যাচে ডেরিল মিশেল খেলতে পারবেন না৷ তিনি এখনও চোটের সঙ্গে লড়ছেন৷ এদিকে লোকি ফার্গুসন ও অ্যাডাম মিত্নেও চোট সারিয়ে সবে সবে ফিরেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জাল ফেলে সহজেই ধরা যায় মাছ, হিমশিম খেতে হয় কাঁকড়ায়!পুরো প্রক্রিয়ায় সময় লাগে বেশ কয়েক ঘণ্টা
আরও দেখুন

এজিকে অস্ট্রেলিয়া- ভারত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেহারলেও পরিস্থিতি এখন আয়ত্তের মধ্যে রয়েছে৷ তাদের কাছে ম্যাথু ওয়েড, জোশ হেজেলউড, অ্যাডাম জাম্পা, টিম ডেভিড এবং ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররা রয়েছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
T20 WC: বাংলা আশঙ্কায় সিত্রাংয়ের, সিডনিতেও দুর্যোগের আশঙ্কা, ম্যাচ নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল