ভারতকে তাঁর সেকেন্ড হোম বললেও একটুও বাড়িয়ে বলা হয় না। ১০ বছর ধরে আইপিএল খেলছেন। হোটেলে পৌঁছেই ছবি পোস্ট করলেন রস টেলর। আর ভারত যে তাঁর অত্যন্ত প্রিয় জায়গা, সেটাও জানালেন। কোচ মাইক হেসনের সঙ্গে মুম্বই পৌঁছেছেন অধিনায়ক উইলিয়ামসন,গাপটিল, টেলর-সহ মোট ৯ জন। তাঁদের সঙ্গে যোগ দেবেন ভারতে সফরে থাকা কিউই ‘এ’ দলের ৬ ক্রিকেটার। এদিকে লুক রঞ্চির ছেড়ে যাওয়া জায়গায় কিউইদের হয়ে উইকেট কিপিংয়ে দায়িত্ব সামলাবেন টম ল্যাথাম।
advertisement
কিউইদের ভারত সফর
---
১৭ অক্টোবর - প্রথম প্রস্তুতি ম্যাচ - ব্র্যাবোর্ন স্টেডিয়াম
১৯ অক্টোবর - দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ - ব্র্যাবোর্ন স্টেডিয়াম
২২ অক্টোবর - প্রথম একদিনের ম্যাচ - মুম্বই
২৫ অক্টোবর - দ্বিতীয় একদিনের ম্যাচ - পুণে
২৯ অক্টোবর - তৃতীয় একদিনের ম্যাচ - কানপুর
১ নভেম্বর - প্রথম টি২০ ম্যাচ - দিল্লি
৪ নভেম্বর - দ্বিতীয় টি২০ ম্যাচ - রাজকোট
৭ নভেম্বর - তৃতীয় টি২০ ম্যাচ - তিরুঅনন্তরপুরম