উত্তর পাকিস্তানের স্কার্দু থেকে ট্রফি ট্যুর শুরু হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা। ১৬ নভেম্বর থেকে ট্রফি ট্যুর যে শহরগুলিকে পরিক্রমা করবে তার মধ্যে রয়েছে স্কারদু, হুনজা এবং মুজাফফরাবাদ। যেগুলি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। রিপোর্ট অনুসারে, বিসিসিআই অভিযোগ করার পরে আইসিসি পিসিবিকে পিওকে-র অংশে এই ‘ট্রফি সফর’ পরিচালনা করতে নিষেধ করেছে।
advertisement
ভারত ইতিমধ্যেই বলেছে যে তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। আইসিসিকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়ার জন্য পিসিবি এরপর আইসিসিকে চিঠি দিয়েছে। পিসিবি এই বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে যাওয়ার কথাও জানিয়েছে পিসিবি। পাকিস্তান পূর্ণ টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে অনড় রয়েছে।
আরও পড়ুনঃ KKR News: এক ঢিলে তিন পাখি! কেকেআরের অধিনায়ক ‘এই’ মহাতারকা! তোলপার ফেলে দেবে ক্রিকেট দুনিয়ায়
প্রসঙ্গত, ভারত পাকিস্তানের না গেলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করার সম্ভাবনা বেশি। এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানতে চেয়েছে আইসিসি। পিসিবি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে তারা রাজি নয়।