TRENDING:

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া বিতর্ক! পিওকে-তে ট্রফি ট্যুর নিয়ে কড়া নির্দেশ আইসিসির! বেকায়দায় পাকিস্তান!

Last Updated:

ICC Champions Trophy: এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর নিয়েও তৈরি হল বিতর্ক। আইসিসি পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্য়ুর করতে নিষেধ করেছে বলে জানি গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এমনিতেই আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিতর্কের অন্ত নেই। এরইমধ্যে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি পৌঁছে গেল পাকিস্তানে। ১৬ নভেম্বর থেকে প্রদর্শন শুরু হবে। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর নিয়েও তৈরি হল বিতর্ক। আইসিসি পাক অধিকৃত কাশ্মীরে ট্রফি ট্য়ুর করতে নিষেধ করেছে বলে জানি গিয়েছে।
News18
News18
advertisement

উত্তর পাকিস্তানের স্কার্দু থেকে ট্রফি ট্যুর শুরু হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা। ১৬ নভেম্বর থেকে ট্রফি ট্যুর যে শহরগুলিকে পরিক্রমা করবে তার মধ্যে রয়েছে স্কারদু, হুনজা এবং মুজাফফরাবাদ। যেগুলি পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। রিপোর্ট অনুসারে, বিসিসিআই অভিযোগ করার পরে আইসিসি পিসিবিকে পিওকে-র অংশে এই ‘ট্রফি সফর’ পরিচালনা করতে নিষেধ করেছে।

advertisement

ভারত ইতিমধ্যেই বলেছে যে তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। আইসিসিকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়ার জন্য পিসিবি এরপর আইসিসিকে চিঠি দিয়েছে। পিসিবি এই বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) এর কাছে যাওয়ার কথাও জানিয়েছে পিসিবি। পাকিস্তান পূর্ণ টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে অনড় রয়েছে।

আরও পড়ুনঃ KKR News: এক ঢিলে তিন পাখি! কেকেআরের অধিনায়ক ‘এই’ মহাতারকা! তোলপার ফেলে দেবে ক্রিকেট দুনিয়ায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ভারত পাকিস্তানের না গেলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ান্স ট্রফির আয়োজন করার সম্ভাবনা বেশি। এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানতে চেয়েছে আইসিসি। পিসিবি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে তারা রাজি নয়।

বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া বিতর্ক! পিওকে-তে ট্রফি ট্যুর নিয়ে কড়া নির্দেশ আইসিসির! বেকায়দায় পাকিস্তান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল