টোকিওয় সোনা জেতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁকে দেখা যায়নি প্রায় ১০ মাস। প্রস্তুতিতে অবশ্য খামতি রাখেননি নীরজ। তবে এতদিনের বিরতির পর পাভো নুর্মি গেমসে নেমে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁর। যদিও নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন এই গেমসে।
advertisement
এবার কুয়োরটন গেমসে সোনা জিতলেন নীরজ। তবে এই সোনা জয়ও সহজ ছিল না। জ্যাভেলিন থ্রো-এর সময় বাজেভাবে পড়ে যান নীরজ। তবুও সোনা জেতেন।
ফিনল্যান্ডে আয়োজিত কুয়োরটন গেমসে নীরজ চোপড়া ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। এই রেকর্ড তাঁর আগের পারফরম্যান্সগুলির তুলনায় কিছুই নয়। তবুও সোনা জিতেলেন নীরজ।
৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করবেন। এটাই টার্গেট নিয়েছিলেন নীরজ চোপড়া। কিছুদিন আগেই তিনি পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার থ্রো করেছিলেন।
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন এদিন বৃষ্টি হওয়ায় ট্র্যাক ছিল ভিজে। সেখানেই থ্রো করার পর পা পিছলে বাজেভাবে পড়ে যান নীরজ। তবে গুরুতর চোট পাননি তিনি।