প্রথম ইনিংসে ব্যাট করার সময় অজি পেসার মিচেল স্টার্কের একটা আগুনে গতির বল জাদেজার গ্লাভসে এসে লেগেছিল। পরে স্ক্যান রিপোর্টে জানা যায় যে, জাদেজার বুড়ো আঙুলের হাড় সড়ে গিয়েছে ও চিড় ধরেছে। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না। এমনকী শেষ টেস্টেও খেলা হবে না তাঁর। কিন্তু চতুর্থ দিনের শেষে খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না অজিঙ্কা রাহানের টিম।
advertisement
জাদেজা নিজেই জানান যে, এমন অবস্থায় তিনি ইনজেকশন নিয়ে হলেও খেলতে রাজি আছেন। দলের ডাক্তার এবং ফিজিওরা আলোচনা করে জানায় যে, জাদেজা যদি ইনজেকশন নিয়ে ব্যাট করতে নামেন, তাহলে তিনি ব্যাথা অনুভব করবেন না ঠিকই। কিন্তু সেক্ষেত্রে তাঁর সুস্থ হয়ে উঠতে অনেকটা বেশি সময় লাগবে। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। জাদেজা প্যাড আপ করে থাকলেও তাঁকে আর নামতে হয়নি৷ চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ খেলে যাওয়ার পর আর অশ্বিন ও হনুমা বিহারীর লড়াইয়ে ভারত টেস্ট ড্র করে৷