TRENDING:

ঐতিহাসিক সিদ্ধান্ত! লোকসভায় পাশ স্পোর্টস বিল, এবার বিসিসিআইকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার!

Last Updated:

National Sports Governance Bill 2025 Passed In Lok Sabha: ভারতের ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নত পরিকাঠামো গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংসদে ‘স্পোর্টস বিল’ পাশ করিয়েছে। এই বিলকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নত পরিকাঠামো গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংসদে ‘স্পোর্টস বিল’ পাশ করিয়েছে। এই বিলকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এতদিন দেশে জাতীয় স্তরের ক্রীড়া সংস্থাগুলির কাজকর্মে একাধিক অসংগতি থাকলেও, এই বিলের মাধ্যমে সব সংস্থাকে এক ছাতার তলায় আনা সম্ভব হবে।
News18
News18
advertisement

এই নতুন বিলে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের অনুদান পাবে, এবং সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা নিয়ে থাকবে সরকারি পর্যবেক্ষণ। অর্থাৎ পরিকাঠামো উন্নয়নের নামে অনিয়ম বা দুর্নীতি ঠেকানো যাবে সহজে। সরকারি অনুদানে চলা ক্রীড়া সংস্থাগুলির উপর আরটিআই (তথ্য জানার অধিকার) আইনও কার্যকর হবে, যা স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে।

advertisement

বিলের আওতায় বিসিসিআই-ও (ভারতীয় ক্রিকেট বোর্ড) আসছে, যদিও অন্যান্য সংস্থার তুলনায় তারা কিছুটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। যেমন, আরটিআই আইন সরাসরি বিসিসিআইয়ের ওপর প্রযোজ্য হবে না যদি না তারা সরকারি অনুদান গ্রহণ করে। তা ছাড়াও, বোর্ডের পদাধিকারী হওয়ার প্রক্রিয়া কিছুটা সহজ করা হয়েছে সংশোধিত নিয়মের মাধ্যমে।

এঅ বিলের ফলে ভারতীয় ক্রিকেটেও বড়সড় পরিবর্তন হল। বিশেষ করে প্রশাসনিক পদ সামলানোর ক্ষেত্রে। এখন ক্রিকেটে যে কোন সংস্থায় অফিস বেয়ারার পদে সর্বোচ্চ ১২ বছর টানা থাকা যাবে। এরপর চার বছর যেতে হবে কুলিং অফ পিরিয়ডে। তারপর ফের কোনও পদে এলে আবার ১২ বছরের জন্য আসা যেতে পারে পদে। বয়স সীমাও বাড়িয়ে ৭৫ করা হয়েছে নতুন বিলে।

advertisement

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপ নিয়ে সৌরভের বড় ভবিষ্যদ্বাণী! রোহিত-কোহলি ছাড়া ভারতের প্রথম বড় প্রতিযোগিতা, কী বললেন দাদা?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই বিল কার্যকর হলে, ভারতের ক্রিকেট প্রশাসনের অন্যতম বিতর্কিত বিষয় — লোধা কমিটির সুপারিশ — কার্যত বাতিল হয়ে যাবে। এর ফলে, ভারতীয় ক্রিকেট বোর্ড চলবে নতুন স্পোর্টস বিল অনুযায়ী। উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালের ‘ন্যাশনাল স্পোর্টস কোড’ এতদিন কেবল একটি নির্দেশিকাই ছিল; কিন্তু এবার তা আইনি বৈধতা পেয়েছে। দেশের ক্রীড়াক্ষেত্রে এটি এক নতুন যুগের সূচনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ঐতিহাসিক সিদ্ধান্ত! লোকসভায় পাশ স্পোর্টস বিল, এবার বিসিসিআইকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল