TRENDING:

Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!

Last Updated:

ভারী ওই ধাতব পোলের নীচে বেশ কয়েক সেকেন্ড চাপা পড়ে থাকেন হার্দিক৷ ঘটনার সময় ওই কোর্টে একাই ছিল সে৷

advertisement
অনুশীলন করতে গিয়েই বিপত্তি৷ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ বছরের জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের৷ মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে৷
অনুশীলনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা৷
অনুশীলনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা৷
advertisement

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃতের নাম হার্দিক রাঠি৷ ঘটনার সময় রোহতকের একটি স্থানীয় বাস্কেটবল কোর্টেই অনুশীলন করছিলেন হার্দিক৷ তখনই কোর্টের এক প্রান্তে ধাতব খুঁটি বা পোলের সঙ্গে লাগানো নেট ধরে ঝোলার চেষ্টা করেন তিনি৷ তখনই ভারী ওই ধাতব পোলটি উপড়ে এসে তার উপরে পড়ে৷ ধাতব ওই পোলটি হার্দিকের বুকের উপরে এসে পড়ে৷

advertisement

ভারী ওই ধাতব পোলের নীচে বেশ কয়েক সেকেন্ড চাপা পড়ে থাকেন হার্দিক৷ ঘটনার সময় ওই কোর্টে একাই ছিল সে৷ হার্দিককে ওই ভাবে চাপা পড়তে দেখে আশেপাশের কোর্টে অনুশীলন করতে থাকা অন্যান্য খেলোয়াড়রা সাহায্যের জন্য এগিয়ে আসে৷ ভারী ওই ধাতব পোলটি সরিয়ে হার্দিককে উদ্ধার করা হয়৷ যদিও গুরুতর আহত হার্দিকের পরে মৃত্যু হয়৷

advertisement

এই ঘটনার পরই মৃত ওই খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতে তিন দিনের জন্য রাজ্যের সমস্ত খেলাধুলোর অনুষ্ঠান বাতিল করেছে হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশন৷ হার্দিকের প্রতিবেশীরা জানিয়েছেন, সম্প্রতি একটি ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছিল হার্দিক৷ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটকরা এবার সবুজের 'গ্রেট ওয়াল' দেখবেন পুরুলিয়ায়, সঙ্গে হবে বিপুল কর্মসংস্থান
আরও দেখুন

দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের বাবা সন্দীপ রাঠি তাকে এবং তার ভাইকে বাড়ির কাছে একটি স্পোর্টস ক্লাবে ভর্তি করে দিয়েছিলেন৷ যাতে সেখানে তারা অনুশীলন করতে পারে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল