TRENDING:

কোটলা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত, দূষণ আরও বেড়েছে বলেই দাবি চান্দিমলদের

Last Updated:

সোমবার ম্যাচ রেফারির অনুমতি নিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা ইনহেলারও ব্যবহার করেন খেলার সময়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ক্রিকেটাররা মাঠে ‘মাস্ক’ পড়ে খেলছেন ৷ এমন দৃশ্য রবিবারই দেখা গিয়েছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৷ ভারতীয় ক্রিকেটাররা মাস্ক পড়বেন না, সেব্যাপারে দৃঢ় থাকলেও শ্রীলঙ্কার ক্রিকেটাররা খেলা বন্ধের ব্যাপারে অনড় ছিলেন ৷ এর জন্য আম্পায়ারদের চান্দিমলরা বারবার অনুরোধ করা সত্ত্বেও অবশ্য খেলা চালিয়েই গিয়েছিলেন দুই আম্পায়ার ৷ কিন্তু এর জন্য ম্যাচ মাঝেমধ্যেই খেলা বন্ধ থেকেছে ওই দিন ৷ফলে অনেক সময় নষ্টও হয় ৷ শেষপর্যন্ত বাধ্য হয়েই ইনিংস ডিক্লেয়ার করে নিজেরা বল করতে নামতে বাধ্য হন কোহলিরা ৷
advertisement

কিন্তু দূষণ সমস্যা শুধু রবিবারই ছিল না ৷ সোমবারও দেখা গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মাঠে ‘ইনহেলার’ ব্যবহার করতে ৷ ইনহেলার ব্যবহার করার অনুমতি আগে থেকেই আইসিসি থেকে নিয়ে রেখেছেন লঙ্কার ক্রিকেটাররা ৷ দিল্লির দূষণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেই দাবি চান্দিমলদের ৷ হঠাৎ করে দিল্লিতে বায়ু দূষণ বাড়ায় পরিবেশ বিজ্ঞানীরা দায় চাপাচ্ছেন দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড় ‘ওখি’কেই। গত দু’দিন ধরে দিল্লিতে মাথার কাছে নেমে এসেছে ধূসর কুয়াশা। এর প্রভাব পড়েছে কোটলার ম্যাচেও ৷

advertisement

ফিরোজ শাহ কোটলা দিল্লির যে অঞ্চলে তা অত্যন্ত ঘনবসতিপূর্ণ ৷ আইটিও মোড়ে সোমবার সকালে বাতাসে ভাসমান শ্বাসযোগ্য ক্ষুদ্র কণা (পিএম ২.৫)-র সর্ব্বোচ্চ পরিমাণ ছিল ১৮৩। বাতাসে এই কণার মাত্রা ১৫০–র উপরে উঠলেই তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানাচ্ছেন পরিবেশবিদেরা।এই সময় ম্যাচ আয়োজন করায় তাই ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালতও ৷ এসপ্তাহে রাজধানীতে বায়ুতে দূষণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করাই হচ্ছিল ৷ সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা কেন দিল্লি সরকার নেয়নি বলে প্রশ্ন তুলেছে আদালত ৷ দূষণ রুখতে সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিল্লিতে তীব্র দূষণের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মাস্ক পড়ে খেলতে দেখে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর মতে, সবাই মিলে এখনই কিছু একটা করা উচিৎ ৷ দেশের রাজধানী দিল্লির মতো জায়গায় এমন দৃশ্য মোটেই আশা করা যায় না ৷ দেশের বদনাম হচ্ছে এর জন্য ৷এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটা বাস্তব সমস্যা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোটলা নিয়ে ক্ষুব্ধ জাতীয় পরিবেশ আদালত, দূষণ আরও বেড়েছে বলেই দাবি চান্দিমলদের