মেটাডাইন ড্রাগস নিয়েছিলেন ভারতীয় কুস্তিগির নরসিং যাদব। নাডার রিপোর্টে এই দাবিই করা হয়েছে। মূলত পেশির চোট রুখতে এই স্টেরয়েড ব্যবহার করা হয়। সাধারণ ভাবে এই ড্রাগ ব্যবহার করেন ওয়েটলিফটাররা। কিন্তু নরসিং কেন এই ড্রাগ ব্যবহার করবেন। এই প্রশ্নকে হাতিয়ার করে সোমবার সোনিপতের সাইয়ের বিরুদ্ধে তোপ দাগল ভারতীয় কুস্তি ফেডারেশন। কুস্তির প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের অভিযোগ, গোটা ঘটনার পিছনে রয়েছেন এক মহিলা প্রশিক্ষক। তাঁর দাবি, ষড়যন্ত্র করা হয়েছে নরসিংয়ের সঙ্গে।
advertisement
রবিবারের পর এদিনও মুখ খুলেছেন নরসিং। তাঁর দাবি, খাবারে মাদক মেশানো হয়েছিল। এদিন ফেডারেশনকে চিঠিতেও তা উল্লেখ করেছেন। এমনকী, তাতেও ওই মহিলা প্রশিক্ষকের দিকেই ইঙ্গিত করা হয়েছে। ঘটনার সিবিআই দাবি করেছেন ভারতীয় কুস্তিগির।
এই বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন সুশীল সিং। দু’বারের অলিম্পিকে পদকজয়ীর দাবি, গোটা ঘটনায় তাঁর কোনও হাত নেই। বেশ কিছু সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।