অধিনায়ক থেকে রোহিত শর্মাকে সরানো হলেও যোগ্য সম্মান দিতে ভোলেনি মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে,”২০১৩ সালে আপনি মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব গ্রহণ করেন। আপনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন। জয়-পরাজয়ে আমাদের হাসতে শিখিয়েছেন। ১০ বছরে ৬টি ট্রফি দিয়েছেন। আমাদের সবসময়ের অধিনায়ক। আপনার ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ, অধিনায়ক।”
advertisement
অধিনায়ক পরিবর্তন নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন,”ভবিষ্যতের কথা ভেবেই মুম্বই ইন্ডিয়ান্স এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও সচিন থেকে হরভজন, রিকি থেকে রোহিত এরা দলকে শক্তিশালী করতে নেতৃত্বের ভার নিয়েছেন। সেই ব্যাটনই এবার হার্দিক এগিয়ে নিয়ে যাবে।”
আরও পড়ুনঃ Hardik Pandya: রোহিত শর্মা আর নয়! মুম্বউ ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া
অপরদিকে, ২০১৫ সালে যে দল হার্দিক পান্ডিয়াকে আবিষ্কার করেছিল সেই দলের অধিনায়ক হতে পেরে উচ্ছ্বসক হার্দিক পান্ডিয়া। নতুন চ্যালেঞ্জ নিয়ে দলকে আগামী মরশুমে এগিয়ে নিয়ে যেতে তৈরি তারকা অলরাউন্ডার।
