TRENDING:

রোহিতের হাতেই থাকছে অধিনায়কত্বের ব্যাটন, ১৮ জন প্লেয়ার ধরে রাখল মুম্বই

Last Updated:

নিজের কোর টিমকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ন্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : ২০১৯ আইপিএলের জন্য ১৮ জন ক্রিকেটারকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে ছেড়েও দিয়েছে ১০ জন ক্রিকেটারকে , যার মধ্যে একজন ক্যাপড প্লেয়ার , ৫ জন আনক্যাপড প্লেয়ার এবং ৪ জন আন্তর্জাতিক প্লেয়ার ৷
advertisement

মুম্বই ইন্ডিয়ান্স প্রথম থেকেই প্রতিভা খুঁজে এনেছে ৷ তারাই ভারতীয় ক্রিকেটে উপহার দিয়েছে হার্দিক পান্ডিয়া, ক্র‌ুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে, আদিত্য তারে, ইশান কিষাণ, রাহুল চাহার,অনকূল রায়, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারদের ৷

তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে দল তৈরি করতে সিদ্ধহস্ত আইপিএলের মুম্বই ফ্রাঞ্চাইজিরা ৷ কিরন পোলার্ড, বেন কাটিং, বিধ্বংসী ওপেনার এভিন লুইস, কিউয়ি প্লেয়ার মিচেল ম্যাকলাঘান ও অ্যাডাম মিলনকে রাখছে তারা ৷ এছাড়াও ম্যানেজমেন্ট অজি টি-টোয়েন্টি স্পেশালিস্ট জেসন বেহেনড্রফকে রাখছে তারা ৷

advertisement

আরও পড়ুন - সাপ গলায় ঝুলিয়ে সেলফি, তারপর যা হল, দেখুন ভাইরাল ভিডিও

আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক রোহিত শর্মাই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন ৷ ২০১৮ আইপিএলের শুরুতেই যাঁরা বেরিয়ে গিয়েছিলেন সেই প্রোটিয়া ক্রিকেটার ডুমিনি এবং অজি পেসার প্যাট কামিন্স বাদ পড়েছেন ৷ বাদ গিয়েছেন  বাংলাদেশি মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার ক্রিকেটার অকিলা ধনঞ্জয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভারতের মহিলা ক্রিকেট দলে সচিন! তাও আবার বাঙালি! অনেকেই চেনেন না তাঁকে
আরও দেখুন

বাদের তালিকায় আরও রয়েছেন সৌরভ তিওয়ারি. প্রদীপ সাঙ্গওয়ান, মহসিন খান, এমডি নিধিশ, শরদ লুম্বা, তাজিন্দর সিং ধিঁলো ৷

বাংলা খবর/ খবর/খেলা/
রোহিতের হাতেই থাকছে অধিনায়কত্বের ব্যাটন, ১৮ জন প্লেয়ার ধরে রাখল মুম্বই