জয়পুরে আজ, মঙ্গলবার আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স মালকিন নীতা ও আকাশ আম্বানির সঙ্গে উপস্থিত থাকবেন জাহির খানও ৷ ‘নাকল’ বলের অন্যতম বিশেষজ্ঞ জাহির খানকে দলের থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করতে পেরে খুশি মুম্বই ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দু’দশক ধরে তাঁর অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০০৯, ২০১০ এবং ২০১৪ সালে খেলেছেন জাহির খান ৷ ২৯টা উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে ৷
advertisement
Location :
First Published :
December 18, 2018 2:14 PM IST