আসলে বিরাট যখন ব্যাটিং করছিলেন, তখন সিএসকে-এর ফাস্ট বোলার মুকেশ চৌধুরীর থ্রো করা বল এসে লাগে তাঁর শরীরে। আরসিবির ইনিংসের প্রথম ওভারে মুকেশের একটি বল ডিফেন্ড করেন বিরাট কোহলি। তখনই ক্রিজ থেকে বেরিয়ে আসেন কোহলি। সেই সময় মুকেশ প্রচণ্ড গতিতে বল ছোড়েন। উইকেটে বল লাগার বদলে সেটা গিয়ে লাগে বিরাট কোহলির শরীরে। তবে ভাল ব্যাপার, এই থ্রো-তে বিরাট কোনো চোট পাননি।
advertisement
আরও পড়ুন- একই ঘরে স্ত্রী অনুষ্কার সঙ্গে কীভাবে শরীরচর্চা করেন বিরাট? শেয়ার হল ভিডিও
মুকেশ চৌধুরীর থ্রো সোজা বিরাটের দিকে গেলেও কিং কোহলিকে রাগ করতে দেখা যায়নি। বল মারার পরও মুখে হাসি নিয়ে উঠে দাঁড়ান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে বিরাটকে বল দিয়ে আঘাত করার পর মুকেশ তাঁর ভুল স্বীকার করে নেন। তাঁকে ক্ষমা চাইতেও দেখা যায়। কিন্তু এই ঘটনার পর বিরাটের ভক্তরা মুকেশের উপর ভীষণ ক্ষুব্ধ হন এবং তিনি এই ফাস্ট বোলারকে প্রচণ্ড ট্রোলও করেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এদিন চেন্নাই সুপার কিংসকে (CSK) ১৩ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে আসা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছিল। চেন্নাই সুপার কিংসকে জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট দেয়।
আরও পড়ুন- টাকার লোভ সবার থাকে না! আইপিএল থেকে নাম তুলে প্রমাণ করেছেন এই পেসার
জবাবে চেন্নাই সুপার কিংস (CSK) ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করতে পারে। এই পরাজয়ের ফলে প্লে অফের দৌড় থেকেও ছিটকে গেল সিএসকে (CSK)। চলতি বছর একের পর এক ম্যাচে পারফরম্যান্সের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল।