মহিলা আইপিলএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে আরও একাধিক বড় প্রতিষ্ঠান ছিল। ডিজনি স্টার, সোনি ও জি-এর মত সংস্থারাও সম্প্রচার স্বত্ব নেওয়ার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে রিলায়্যান্সের ভায়াকম ১৮ কিনে নেয় টেলিভিশন ও ডিজিটাল দু’টি স্বত্বই। এখনও পর্যন্ত জানা যাচ্ছে মোট ২২টি ম্যাচ হবে মহিলা আইপিএলের। ৯৫১ কোটি মানে ম্যাচ পিছু ম্যাচ প্রতি প্রায় ৭.০৯ কোটি টাকায় এই স্বত্ব নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা।
advertisement
বিসিসিআই সচিব জয় শাহ নিজে মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির খবর ট্যুইট করে জানিয়েছেন। ভায়াকম ১৮০কে অভিনন্দন জানিয়ে জয় শাহ ট্যুইটে লিখেছেন, 'মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব জিতে নেওয়ার জন্য ভায়োকম১৮-কে অভিনন্দন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ভারতীয় মহিলা দলের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। ৯৫১ কোটি টাকায় পাঁচ বছরের জন্য স্বত্ব কিনেছে ভায়োকম১৮।' এছাড়া মহিলা ক্রিকেটেক উন্নতির জন্য এটি বড় পদক্ষেপ বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব।
বিসিসিআই সূত্রে খবর মহিলাদের আইপিএলের নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। যদিও এখনও পর্যন্ত যা বোর্ড সূত্রে খবর, তাতে মহিলাদের প্রতিযোগিতার নাম আইপিএল হবে না। প্রতিযোগিতার নাম হতে চলেছে ‘উইমেন্স টি-টোয়েন্টি লিগ’। ইতিমধ্যেই নিলাম নিয়ে জোর কদমে কাজও শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নিলামের জন্য মহিলা ক্রিকেটারদের নাম নথিভুক্ত করার চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে বিসিসিআই। ২৬ জানুয়ারির মধ্যে রাজ্য ক্রিকেট সংস্থার মাধ্যমেই এই নাম নথিভুক্ত করতে হবে। ক্রিকেটারদের বেস প্রাইজও ঠিক করে দেওয়া হয়েছে। যাঁরা জাতীয় দলের হয়ে খেলেছেন, তাঁদের জন্য ৩০ লক্ষ, ৪০ লক্ষ এবং ৫০ লক্ষ ন্যূনতম মূল্য রাখা হয়েছে। জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া ক্রিকেটারদের ন্যূনতম দাম রাখা হয়েছে ১০ লক্ষ এবং ২০ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ বছরের প্রথম এল ক্লাসিকোতে বাজিমাত বার্সার, ১৪ তম সুপার কাপ জিতল গাভি-লেওনডস্কিরা
শুধু বিসিসিআই নয়, ছেলেদের আইপিএলের যে সক ফ্র্যাঞ্চাইজি মেয়েদের আইপিলেও দল কিনতে আগ্রহী তারা কাজ শুরু করে দিয়েছে বলেই খবর। রাজস্থান, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, পঞ্জাব, চেন্নাই অনেকেই মহিলা টি-২০ লিগে দলকিনতে আগ্রহী। তারা ইতিমধ্যেই কোন কোন মহিলা ক্রিকেটারদের নিয়ে দল গড়তে চান তার পরিকল্পনাও প্রস্তুত করা শুরু করে দিয়েছেন। মহিলা আইপিএল শুরু হলে ভারতীয় মহিলা ক্রিকেটের অনেক উন্নতি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।