সেবার কোহলির খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় অনেকেই অনুষ্কাকে দায়ী করেছিলেন। তাঁদের দাবি ছিল, অনুষ্কা মাঠে খেলা দেখতে আসেন বলেই বিরাটের মনোযোগ বিঘ্নিত হয়। এর পর ফারুখ ইঞ্জিনিয়ার জাতীয় নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, মিটিংয়ের সময় জাতীয় নির্বাচন কমিটির প্রধান দলের ক্যাপ্টেনের স্ত্রীকে চা সার্ভ করতে ব্যস্ত থাকেন। এই নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। অনুষ্কা নিজেও এই ব্যাপারে দীর্ঘ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সাফ জানিয়েছিলেন, তাঁর নাম ব্যবহার করে কাউকে অকারণে বিতর্ক সৃষ্ট করতে দেওয়া হবে না। অনুষ্কা আরও দাবি করেছিলেন, তাঁর ব্যাপারে মিথ্যে বলা হচ্ছে। কারণ তিনি ফ্যামিলি বক্সে বসে খেলা দেখেছিলেন। তিনি কখনওই নির্বাচকদের বক্সে গিয়ে বসেননি। তাই তাঁকে চা সার্ভ করার প্রসঙ্গ আসার কথাই নয়।
advertisement
এবার এমএসকে প্রসাদ এই ব্যাপারে মুখ খুললেন। তিনি বলেছেন, টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারায় তখন নির্বাচকদের কেউ প্রশংসা করে না। তারকাহীন দল হয়েও ভারতীয় দল অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল। তবে নির্বাচকরা এসব মানিয়ে নিয়েছে। কারণ টিম ম্য়ানেজমেন্ট তাঁদের কাজের দাম দেয়। তাই বাইরের কে কী বলল তাতে কিছু এসে যায় না। আমাদের কাজটা হল ঠিকঠাক দল গড়া। সেটা টিম ম্য়ানেজমেন্ট জানে। ওই সময় অনেক কথাই শুনতে হয়েছিল আমাকে। উত্তর দিইনি। কারণ টিম ম্যানেজমেন্ট আমাদের কাজটা বুঝত। বাইরের কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার পড়েনি।