প্রসাদের নেতৃত্বে যে বাকি চারজনকে নির্বাচন কমিটিতে রাখা হয়েছে ৷ তাঁরা হলেন , সরণদীপ সিং ( নর্থ জোন), যতীন পরাঞ্জপে ( ওয়েস্ট জোন ), দেবাং গান্ধী ( ইস্ট জোন) এবং গগন খোদা ( সেন্ট্রাল জোন ) ৷ মধ্যাঞ্চল থেকে গগন খোদার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে ৷
এই প্রথম জাতীয় নির্বাচক প্যানেল নিয়োগের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। ঠিক যেভাবে নিয়োগ করা হয়েছিল কোচ কুম্বলেকে। সেইমতো বাংলা থেকে পূর্বাঞ্চলের নির্বাচক পদের জন্য আবেদন করেন দেবাং গান্ধী ৷ বাংলা ও জাতূীয় দলের প্রাক্তন এই ওপেনারের পাল্লা ভারিই ছিল ৷ শেষপর্যন্ত পূর্বাঞ্চল থেকে তাঁকেই নির্বাচক হিসেবে বেছে নিয়েছে অনুরাগ ঠাকুর অ্যান্ড কোম্পানি ৷ লোধার গাইডলাইন অনুযায়ী বোর্ডের নির্বাচক মণ্ডলীতে জায়গা পেতে যে সমস্ত বিষয়গুলি থাকাটা এবার মাস্ট ছিল ৷ সেগুলি হল ১. আবেদনকারীকে অবশ্যই ভারতের হয়ে টেস্ট বা ওয়ান ডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে ৷ অন্তত ৫০-র বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে ৷ ২. আইপিএল বা বিশ্বের অন্যান্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচক পদে আবেদন করতে পারবেন না ৷ এই বিষয়গুলি মাথায় রেখেই নতুন নির্বাচক কমিটির সদস্যদের তালিকা এদিনের সভায় বেছে নেনে বিসিসিআই কর্তারা ৷
advertisement