বিশ্বকাপ ফুটবলের আয়োজন ঘিরে সাজ সাজ রব। ফুটবলারদের উৎসাহ জোগাতে কাতার পাড়ি দেবেন তাঁদের স্ত্রী, প্রেমিকারাও। ব্যতিক্রম নন ইংল্যান্ডের ফুটবলারদের সঙ্গিনীরাও। তবে তাঁদের জন্য থাকছে এলাহি ব্যবস্থা। ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। সেখানে যাবেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাও।
আরও পড়ুন - সূর্য কুমারকে দেখে শেখ একটু! রিজওয়ানকে কড়া ধমক শাহিদ আফ্রিদির
advertisement
তবে সঙ্গিনীদের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারবেন না ফুটবলাররা। কাতারে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য থাকছে বিশেষ থাকার ব্যবস্থা। কোনও বিলাসবহুল হোটেল নয়। আস্ত একটা প্রমোদতরীতে থাকবেন তাঁরা। তবে এ যে সে প্রমোদতরী নয়। এই জাহাজ দেখলে চোখ ধাঁধাবে।
বিনোদনের সব রকম রসদ মজুত থাকছে ওই প্রমোদতরীতে। তার নাম ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’। একটা জায়গায় নোঙর করা থাকবে। সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা। এই প্রমোদতরীর দাম জানলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, প্রমোদতরীটির দাম প্রায় ৯৩২৬ কোটি টাকা। যার নাম দেওয়া হয়েছে ‘ভাসমান প্রাসাদ’।
ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যাতে কখনও মনে অনুভব করেন যে তাঁরা প্রমোদতরীতে রয়েছেন, সে জন্য বিলাসবহুল ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি। সেলুন, বুটিক, রেস্তরাঁ, পানশালা থাকছে সেখানে। কাতারে মদ্যপান করা নিয়ে কড়াকড়ি রয়েছে। তবে ওই প্রমোদতরীতে নিশ্চিন্তে দেদার মদ্যপান করতে পারেন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।
আছে ডিস্কো এবং বড় সিনেমা হল। ছাদে সুইমিং পুল। গ্রিলস, হ্যারি কেন, ম্যাগুয়ের, ফোদেনদের স্ত্রী এবং বান্ধবীদের কাতার বিশ্বকাপে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন হতে চলেছে সেটা বলাই যায়।