বৃহস্পতিবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। এই অস্ত্রোপচারের আগে ধোনির একটি ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের হাতে রয়েছে শ্রীমদভাগবত গীতা। এই ছবি দেখে ভক্তরা চাইছেন, ধোনি শীঘ্রই ফিট হয়ে উঠুক। তবে ধোনি হঠাৎ কেন হাতে ভগবত গীতা নিয়ে ছবি তুললেন, তার কারণ জানা যায়নি।
advertisement
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ক্রিকবাজকে বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি ডাঃ পারদিওয়ালার (যিনি ঋষভ পন্থের চিকিৎসাও করছেন) সাথে দেখা করতে গেছেন। তিনি অস্ত্রোপচারের পথ নেবেন যাতে পরের মরসুমের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসতে পারেন।’
আরও পড়ুন- গব্বরের দিন শেষ নয়! বিশ্বকাপের দলে আবার দেখা যাবে ডাকাবুকো শিখরকে!
বিশ্বনাথ বুধবার বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্য যে ধোনি তাঁর বা হাঁটুর চোটের জন্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। রিপোর্ট দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। রিপোর্ট আসার পর সব জানা যাবে।
আইপিএল ২০২৩ মরসুমের প্রথম ম্যাচটি চেন্নাই এবং গুজরাটের মধ্যে খেলা হয়েছিল। ওই ম্যাচে ধোনি চোট পান। দীপক চাহারের একটি বল আটকানোর চেষ্টায় ধোনি ডাইভ দেন। এরপর ধোনিকে মাঠে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়।
আরও পড়ুন- MS Dhoni: অস্ত্রোপচার হবে এমএস ধোনির! পরের আইপিএল খেলবেন তো? আশঙ্কায় ফ্যানেরা
ধোনি বাঁ হাটুতে চোট নিয়েই গোটা আইপিএল খেলে গেলেন। ব্যথার পরেও কিপিং চালিয়ে যান ধোনি। প্রথম ম্যাচের পর দলের কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট জানিয়ে দেন, টুর্নামেন্টের আগেও ধোনির হাঁটুতে ব্যথা ছিল। এর পর অনেক ম্যাচেই হাঁটুতে ব্যান্ডেজ দিয়ে খেলতে দেখা গেছে ধোনিকে। ব্যাটিংয়েও ৮ নম্বরে খেলতে নামতেন তিনি।