TRENDING:

Viral: কখনও বুকে টেনে নেওয়া, ম্যাচ চলাকালীনই কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে

Last Updated:

Viral: দেখে নিন মাঠের সেই ভাইরাল রিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: ম্যাচ সিচুয়েশন- সিএসকে বনাম আরসিবি৷ আইপিএল ২০২৪ -র প্রথম ম্যাচ৷ গত মরশুমের চ্যাম্পিয়ন দল  বনাম রানার্স দল৷ লড়াইের বাইশ গজে এত ভালবাসা দেখে মোহিত ফ্যানরা৷ ব্রোমান্স দেখলেন চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্যানরা৷ ভারতীয় দুই তারকা এদিন দুই শিবিরের প্রধান ক্রিকেটার কিন্তু সব ছাপিয়ে দুনিয়া দেখল তাঁদের বন্ধুত্ব৷
অপরদিকে, সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে আরসিবি। এবার কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাস ফাফ ডুপ্লেসি, বিরাচ কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা।
অপরদিকে, সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরেছে আরসিবি। এবার কেকেআরের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাস ফাফ ডুপ্লেসি, বিরাচ কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা।
advertisement

এক ফ্যান মাঠের থেকেই একটি মোমেন্ট শেয়ার করেছিলেন যা এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল৷ ম্যাচ চলাকালীন যখন বিরাট ব্যাট করছিলেন এবং ধোনি কিপিং করছিলেন তখনই এক ফাঁকে ধোনির কাঁধে হাত রেখে বিরাট গল্পে মশগুল হন৷ পাশাপাশি ধোনিও কোমরে হাত দিয়ে জড়িয়ে ছিলেন বিরাটকে৷

দেখে নিন মাঠের সেই ভাইরাল রিল

এরপরের মুহূর্তটি শেয়ার করা হয়েছে আইপিএলের অফিসিয়াল হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে৷ ম্যাচ শেষে দুপক্ষের প্লেয়াররা হাত মেলান এ তো সকলেরই জানা৷ চেন্নাই ৬ উইকেটে ম্যাচ জিতে যাওয়ার পর যখন ম্যাচ শেষে সকলে সকলের সঙ্গে হাত মেলাচ্ছেন ঠিক তখনই কোহলি ধোনিকে বুকে টেনে রাখেন৷

advertisement

কোহলি বনাম ধোনি আইপিএল ওপেনার

আরসিবি টসে জিতে এদিন ব্যাটিং নিয়েছিল৷ সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস৷ কোহলি এদিন দীর্ঘদিন বাদে ম্যাচ সিচুয়েশনে নেমে সেরকম ছন্দ দেখাতে পারেননি৷ মুস্তাফিজুরের আগুনে স্পেলে টপ অর্ডার ঝাঁঝরা হয়ে যায়৷ পরপর উইকেট তুলে তিনি প্রাথমিক ধাক্কাটা দেন৷

advertisement

অজিঙ্ক রাহানে দারুণভাবে এক ক্যাচ নিয়ে বিরাট কোহলিকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন৷ ধোনি উইকেটের পিছনে নিজের  শার্প স্টাম্পিং স্কিল দেখান৷ তবে প্রাক্তন সিএসকে অধিনায়ক এদিন ব্যাট হাতে নামেননি৷

এদিন ৬ উইকেটে ম্যাচ জিতে যায় সিএসকে৷ অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন দল এবার জয় দিয়েই অভিযান শুরু করল৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral: কখনও বুকে টেনে নেওয়া, ম্যাচ চলাকালীনই কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল