এক ফ্যান মাঠের থেকেই একটি মোমেন্ট শেয়ার করেছিলেন যা এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল৷ ম্যাচ চলাকালীন যখন বিরাট ব্যাট করছিলেন এবং ধোনি কিপিং করছিলেন তখনই এক ফাঁকে ধোনির কাঁধে হাত রেখে বিরাট গল্পে মশগুল হন৷ পাশাপাশি ধোনিও কোমরে হাত দিয়ে জড়িয়ে ছিলেন বিরাটকে৷
দেখে নিন মাঠের সেই ভাইরাল রিল
এরপরের মুহূর্তটি শেয়ার করা হয়েছে আইপিএলের অফিসিয়াল হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে৷ ম্যাচ শেষে দুপক্ষের প্লেয়াররা হাত মেলান এ তো সকলেরই জানা৷ চেন্নাই ৬ উইকেটে ম্যাচ জিতে যাওয়ার পর যখন ম্যাচ শেষে সকলে সকলের সঙ্গে হাত মেলাচ্ছেন ঠিক তখনই কোহলি ধোনিকে বুকে টেনে রাখেন৷
কোহলি বনাম ধোনি আইপিএল ওপেনার
আরসিবি টসে জিতে এদিন ব্যাটিং নিয়েছিল৷ সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস৷ কোহলি এদিন দীর্ঘদিন বাদে ম্যাচ সিচুয়েশনে নেমে সেরকম ছন্দ দেখাতে পারেননি৷ মুস্তাফিজুরের আগুনে স্পেলে টপ অর্ডার ঝাঁঝরা হয়ে যায়৷ পরপর উইকেট তুলে তিনি প্রাথমিক ধাক্কাটা দেন৷
অজিঙ্ক রাহানে দারুণভাবে এক ক্যাচ নিয়ে বিরাট কোহলিকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন৷ ধোনি উইকেটের পিছনে নিজের শার্প স্টাম্পিং স্কিল দেখান৷ তবে প্রাক্তন সিএসকে অধিনায়ক এদিন ব্যাট হাতে নামেননি৷
এদিন ৬ উইকেটে ম্যাচ জিতে যায় সিএসকে৷ অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন দল এবার জয় দিয়েই অভিযান শুরু করল৷