ধোনি নিজের ব্যাটে সেই দোকানের স্টিকার লাগিয়ে ব্যাট করলেন নেটে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হল। সবাই ধোনির প্রশংসা করলেন। আইপিএল ২০২৪ এর আগে অনুশীলন শুরু করেছেন ধোনি। সেই সময়ই নিজের ব্যাটে ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার লাগিয়ে ব্যাট করলেন ধোনি।
আরও পড়ুন- ক্রিকেটাররা সকাল থেকে রাত পর্যন্ত কী খান? সাধারণ ডায়েট নয়, থাকে ‘স্পেশাল’ খাবার
advertisement
কেরিয়ারের শুরুর দিকে ধোনিকে স্পনসর করেছিলেন এই পরমজিৎ। ধোনি তাঁর প্রতি আজও কৃতজ্ঞ। বন্ধুত্ব কীভাবে পালন করতে হয় সেটা দেখিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে এখনও স্পনসর ও বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা উপার্জন করেন তিনি। এর আগে বহু নামীদামী সংস্থার স্টিকার দেখা গিয়েছে ধোনির ব্যাটে। এখনও ধোনিকে স্পনসর করার জন্য বহু সংস্থা অপেক্ষা করে। তবে কেরিয়ারের শেষ লগ্নে এসে ধোনি বন্ধুর জন্য বড় সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন- ভারতের ‘নতুন সচিন’! মধ্যবিত্ত বাড়ির ছেলে, রবিবার বিশ্বকাপ ফাইনালে দেশের ভরসা
২০২৫ সালের আইপিএলে ধোনি খেলবেন কি না ঠিক নেই। ফলে ২০২৪ আইপিএলেই হয়তো শেষবার দেখা গেল ধোনিকে। তাই কি এবারই প্রিয় বন্ধুকে বন্ধুত্বের জন্য প্রাপ্য সম্মান দিলেন ধোনি!