কিছুদিন আগে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, মাঝআকাশে এক বিমানসেবিকা ধোনিকে অনেকগুলি চকোলেট অফার করছেন। আর ধোনি বিনয়ের সঙ্গে সেই বিমানসেবিকার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন- ইডেনে ভারত-পাকিস্তান মহারণ! স্বপ্নপূরণ হতে পারে কলকাতার, কীভাবে জানুন
ধোনি সেই বিমানসেবিকার থেকে একটি খেঁজুরের প্যাকেট নেন শেষমেশ। তবে ধোনির ফ্লাইটে থাকা অবস্থায় আরও একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখা যাচ্ছে, ধোনি ফ্লাইটে বসে মোবাইলে একটি গেম খেলছেন।
advertisement
ধোনির ভক্তরা সেই ভিডিওর স্ক্রিনশট তুলে নেন। তার পর দেখা যায়, ধোনি ক্র্যান্ডি ক্রাশ খেলছেন। ধোনি এই গেম খেলেন, খবরটা জানাজানি হতেই তিন ঘণ্টায় ৩০ লাখের বেশি ক্র্যান্ডি ক্রাশ ডাউনলোড হয়ে গেল।
অনেকে অবশ্য দাবি করেন, ধোনি CandyCrush নয়, খেলছিলেন Pet Rescue Saga. তবে CandyCrush গেম প্রস্তুতকারক সংস্থা এর পর ধোনিকে ধন্যবাদও জানায়।
নীল টি-শার্ট গায়ে। ইকোনমিক ক্লাসে জানলার ধারের সিটে বসে ধোনি গেম খেলছিলেন। সেই ছবি ভাইরাল হতেই দারুন উপার্জন করে নিল CandyCrush গেম প্রস্তুতকারক সংস্থা। কারণ ধোনির পাশে থাকা ট্যাবে যে গেমটি খোলা ছিল তা ক্র্যান্ডি ক্রাশ।
ধোনি খেলেন বলেই অনেকে এই গেম ডাউনলোড করে খেলতে শুরু করেন। তবে এমনিতেও এই গেম যথেষ্ট জনপ্রিয় ছিল। ট্রেনে-বাসে-ফ্লাইটে আপনিও হয়তো অনেককেই এই গেম খেলতে দেখেছেন নিশ্চয়ই!