অজিঙ্ক নায়েকের লেখা চিঠিতে বলা হযেছে, ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির বিপুল অংশগ্রহণ ও অবদানের কথা মাথায় রেখে MCA একটি আসন স্থায়ী ভাবে তাঁর নামে করতে পারে। ২০১১ বিশ্বকাপের ফাইনালের সেই ম্যাচ শেষ করা ছয়টি যেখানে পড়েছিল, সেই আসনটি হতে পারে ধোনির নামে। আমরা খুঁজে দেখতে পারি, কোথায় উড়ে গিয়ে সেই বলটি পড়েছিল।’ কোনও একটি আসন খেলোয়াড়ের নামে স্থায়ীভাবে করে দেওয়া বিশ্ব ক্রিকেটে প্রভুত সন্মানের। তবে ভারতীয় ক্রিকেটে এই প্রথার চল বিশেষ নেই। বিভিন্ন স্টেডিয়ামে আলাদা আলাদা স্ট্যান্ড হয়ত কিংবদন্তি খেলোয়াড়দের নামে আছে, কিন্তু একটি আসন স্থায়ী ভাবে একজন খেলোয়াড়ের নামে নেই। অকল্যান্ডের স্টেডিয়ামে গ্রান্ট এলিয়টের নামে একটি আসন আছে। সেখানেও তাঁর মারা ছয় উড়ে এসে পড়েছিল। তাঁর হাত ধরেই ২০১৫ সালে নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল।
advertisement
এদিকে ধোনির ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে অনেকেই এখনও নানা প্রস্তাব দিচ্ছেন। পাক ক্রিকেটার শোয়েব আখতার ইমরান খানের প্রসঙ্গ মনে করিয়ে এও বলেছেন, যে ভারতের প্রধানমন্ত্রী যেন ধোনিকে একবার অনুরোধ করেন একটা বিদায়ী ম্যাচ খেলতে, যাতে তাঁকে যথেষ্ট অভিবাদন জানানো যায়।