TRENDING:

খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি

Last Updated:

Ms Dhoni: ধোনি বাংলা জানেন, বলতে পারেন, ধরতেই পারল না বাংলাদেশীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলাদেশের মাটিতে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে মোট ৩৪টি ম্যাচ খেলেছেন এম এস ধোনি। জিতেছেন ২৫টি ম্যাচ। তবে একবার তিনি বাংলাদেশী ক্রিকেটারদের যা বোকা বানিয়েছিলেন, শুনলে হা হয়ে যাবেন।
advertisement

রাঁচিতে জন্ম ধোনির। তবে  পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রেলস্টেশনে টিকিট চেকারের চাকরি করতেন তিনি। সেখান থেকেই তাঁর স্বপ্নের উড়ান শুরু। সেই চাকুরে ধোনি হয়ে যান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।

আরও পড়ুন- ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছতে পারে সেমিফাইনালে,অঙ্কের হিসেবনিকেশটা জাস্ট বুঝুন

advertisement

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলা ভাষা জানেন, বোঝেন, এমনকী কিছুটা বলতেও পারেন। কারণ তিনি দীর্ঘদিন বাংলারই এক রেলস্টেশনে চাকরি করেছেন। তবে ধোনির বাংলা ভাষা জানার কথা জানতেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আর ধোনি তাই সুযোগ পেয়ে তাদের বোকা বানিয়ে দেন।

আরও পড়ুন- শ্রীলঙ্কা ম্যাচে ভারতীয় দলে মহাচমক! ২০১১-র স্মৃতি ফেরাতে তৈরি টিম ইন্ডিয়া

advertisement

ধোনি এক অনুষ্ঠানে বলছিলেন, ‘খড়গপুরে যখন আমি চাকরি করতাম তখন বাংলা বলতাম ভালমতোই। এখন বলতে গেলে অবশ্য একটু ভুল হতে পারে। কিন্তু আমি এখনও বাংলা খুব ভাল বুঝতে পারি। যদি আমার সামনে কেউ বাংলা বলে তা হলে আমি বুঝে যাব ওরা কী বলতে চাইছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিনি আরও বলেন, ’আমরা একবার বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলাম। আমি ব্যাট করার সময় ওদের উইকেটকিপার ও ক্যাপ্টেন বাংলায় বোলারদের নির্দেশ দিচ্ছিল। ওরা ভেবেছিল আমি একেবারেই বাংলা জানি না। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওরা কী পরিকল্পনা করছে। ওরা কোন দিকে বোলিং করবে তা আমি আগেই জেনে যাচ্ছিলাম।’ কথাগুলো বলেই ধোনি হো হো করে হেসে ফেলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
খড়গপুরের টিটি, বাংলা জানেন! বাংলাদেশীরা একটুও বোঝেনি, বোকা বানান ধোনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল