রাঁচিতে জন্ম ধোনির। তবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রেলস্টেশনে টিকিট চেকারের চাকরি করতেন তিনি। সেখান থেকেই তাঁর স্বপ্নের উড়ান শুরু। সেই চাকুরে ধোনি হয়ে যান ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ভারতে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন।
আরও পড়ুন- ভারতের দয়াতেই পাকিস্তান পৌঁছতে পারে সেমিফাইনালে,অঙ্কের হিসেবনিকেশটা জাস্ট বুঝুন
advertisement
প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলা ভাষা জানেন, বোঝেন, এমনকী কিছুটা বলতেও পারেন। কারণ তিনি দীর্ঘদিন বাংলারই এক রেলস্টেশনে চাকরি করেছেন। তবে ধোনির বাংলা ভাষা জানার কথা জানতেন না বাংলাদেশের ক্রিকেটাররা। আর ধোনি তাই সুযোগ পেয়ে তাদের বোকা বানিয়ে দেন।
আরও পড়ুন- শ্রীলঙ্কা ম্যাচে ভারতীয় দলে মহাচমক! ২০১১-র স্মৃতি ফেরাতে তৈরি টিম ইন্ডিয়া
ধোনি এক অনুষ্ঠানে বলছিলেন, ‘খড়গপুরে যখন আমি চাকরি করতাম তখন বাংলা বলতাম ভালমতোই। এখন বলতে গেলে অবশ্য একটু ভুল হতে পারে। কিন্তু আমি এখনও বাংলা খুব ভাল বুঝতে পারি। যদি আমার সামনে কেউ বাংলা বলে তা হলে আমি বুঝে যাব ওরা কী বলতে চাইছে।’
তিনি আরও বলেন, ’আমরা একবার বাংলাদেশের বিরুদ্ধে খেলছিলাম। আমি ব্যাট করার সময় ওদের উইকেটকিপার ও ক্যাপ্টেন বাংলায় বোলারদের নির্দেশ দিচ্ছিল। ওরা ভেবেছিল আমি একেবারেই বাংলা জানি না। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওরা কী পরিকল্পনা করছে। ওরা কোন দিকে বোলিং করবে তা আমি আগেই জেনে যাচ্ছিলাম।’ কথাগুলো বলেই ধোনি হো হো করে হেসে ফেলেন।