এই মুহূর্তে আইপিএল চলছে দেশে। শনিবার মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট লিগে যে লড়াইকে এল ক্লাসিকো বলা হয়ে থাকে। সেই ম্যাচের আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। মহেন্দ্র সিং ধোনির হাতে একটি বিশেষ স্মারক তুলে দিয়েছে তারা। এদিন ধোনিকে এমসিএ কর্তারা ঠিক সেই জায়গায় নিয়ে যান যেখানে তার সেই ছক্কা উড়ে এসে পড়েছিল।
advertisement
সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায় চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। পরে ধোনি জানিয়েছেন তিনি খুশি এই সম্মান পেয়ে। ১২ বছর কেটে গেলেও বিশ্বকাপ জয়ের রাত আজ পর্যন্ত ভোলা সম্ভব হয়নি। বিশেষ করে ফাইনালে একটা কঠিন পরিস্থিতির মধ্যে নেমে ৯১ রানের ইনিংস খেলেছিলেন মাহি। মুরলীথরণকে সামাল দেবেন বলে যুবরাজকে বসিয়ে তিনি নিজে ব্যাট করতে যান।
অসাধারণ ব্যাট করেছিলেন গৌতম গম্ভীর। তারপরেই ওই জায়গা ছেড়ে আবার নিজের দলের মধ্যে মিশে যান মাহি। অনুশীলনে ডুবিয়ে দেন নিজেকে। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিতে কামব্যাক করেছে চেন্নাই। মুম্বই আরসিবির বিপক্ষে হেরে গেলেও রোহিত শর্মার দল ঘরের মাঠে চাকা ঘোরাতে মরিয়া থাকবে সেটা বিলক্ষণ জানেন ধোনি। তাই মাঠে নিজের ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গেল তাকে।