কয়েক দিন আগেই রাঁচীর একটি হাইওয়েতে নীল রঙের একটি রোলস রয়েস গাড়ি চালাতে দেখা গিয়েছিল ধোনিকে। এক ভক্ত বলেছিলেন সেই গাড়িটি নাকি ১৯৮০ সালের। এবার আরও তার থেকেও পুরানো গাড়ি নিয়ে ধোনিকে দেখা গেল রাঁচির রাস্তায়। চেন্নাই সুপার কিংস অধিনায়ক এবার যে ভিন্টেজ কার নিয়ে রাস্তায় বেরোলেন তার নাম পন্টিয়াক ট্রান্স-অ্যাম ১৯৭৩। লাল রঙের গাড়িতে একাই দেখা যায় ধোনিকে। তাঁর পরনে একটি সানগ্লাস এবং স্লিভলেস টি-শার্ট।
advertisement
ধোনির এই গাড়িটি এর আগে খুব একটা দেখা যায়নি। ভিডিওতে দেখা যায় ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে পন্টিয়াক ট্রান্স-অ্যাম ১৯৭৩ ছোটাচ্ছেন ধোনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ধোনির গাড়ির গতিবেগের মতই দ্রুত ছড়িয়ে পড়ে। একইসঙ্গে ধোনির মাচো লুকস মন জিতে নেয় সকলের। প্রসঙ্গত, ভিন্টেজ গাড়ির সখ ধোনির নতুন নয়। স্ত্রীর জন্মদিনেও উপহার দিয়েছিলেন ভিন্টেজ গাড়ি। তবে ধোনির একের পর এক ভিন্টেজ গাড়ির কালেকশন সত্যিই অবাক করার মত।