TRENDING:

'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে'! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

Last Updated:

Morocco football star Achraf Hakimi ready to face PSG team mate Kylian Mbappe in World Cup semi final. 'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: মরক্কো দলটি নিয়ে বিশ্বকাপের আগে যতবার আলোচনা হয়েছে, ততবার এসেছে আশরাফ হাকিমির নাম। হাকিমি দলটির সবচেয়ে বড় তারকা। চাইলে তিনি স্পেনের হয়েও খেলতে পারতেন। কারণ তার জন্ম মাদ্রিদে। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন।
এমবাপেকে হুমকি হাকিমির
এমবাপেকে হুমকি হাকিমির
advertisement

মা লোকের বাড়ি কাজ করেছেন। বাবা ছিলেন হকার। সংগ্রামের ছোটবেলা ফুটবলার হওয়ার স্বপ্ন কেড়ে নিতে পারেনি হাকিমির। টুইটারে এমবাপেকে ট্যাগ করে হাকিমি লিখেছেন, তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। পাল্টা তার জবাবও দিয়েছেন এমবাপে। কিছু লেখেননি। শুধু তিনটি ভালবাসার ইমোজি দিয়েছেন। এমবাপে সাধারণত ফ্রান্সের বাঁ প্রান্ত ধরে খেলেন। অন্য দিকে মরক্কোর রাইট ব্যাক হাকিমি।

advertisement

আরও পড়ুন - রোনাল্ডোর জন্য অনুশোচনা নেই! 'যা করেছি বেশ করেছি' বললেন পর্তুগাল কোচ সান্তোস

অর্থাৎ, তাঁর কাঁধেই দায়িত্ব থাকবে এমবাপেকে আটকানোর। খেলার আগেই তাই এমবাপেকে বার্তা দিয়ে রাখলেন হাকিমি। ক্লাবে একসঙ্গে খেলেন তাঁরা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ। এক জন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দ্বিতীয় জন মরক্কোর আশরফ হাকিমি। সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা।

advertisement

হাকিমির কাঁধেই থাকবে এমবাপেকে রোখার দায়িত্ব। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপে পড়েছিল ক্রোয়েশিয়া, বেলজিয়ামের গ্রুপে। কেউ আশা করেনি, গ্রুপ পর্ব টপকাতে পারবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। গোটা প্রতিযোগিতায় গোল খেয়েছে মাত্র ১টি। তাও আত্মঘাতী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাটলাস লায়ন্সরা ভয় পেতে রাজি নয়। তাদের হারানোর কিছু নেই। সবটাই পাওয়ার আছে। তাই বিশ্বের দ্রুততম ফুটবলার এমবাপেকে পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন মরক্কোর সুপারম্যান হাকিমি। হাকিমি মনে করেন তাদের ওপর কোনও চাপ নেই। সব চাপ ফ্রান্সের। শক্তিতে অনেক এগিয়ে লে ব্লু রা। কিন্তু বিনা যুদ্ধে হার মানতে নারাজ মরক্কো।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে'! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল