এই বিতর্কের পর সাইমন্ডস নেশাগ্রস্তও হয়ে পড়েন। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর চুক্তি বাতিল করে। সে কারণে সাইমন্ডসের কেরিয়ার আচমকা শেষ হওয়ার জন্য অনেকে মাঙ্কি গেট কাণ্ডকেও দায়ী করেন।
ঠিক কী ঘটেছিল ভারত-অস্ট্রেলিয়া ২০০৭-০৮ সালের সিরিজে ? ম্যাচ চলাকালীন হরভজন সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডসের মধ্যে ভালোমতোই কথা কাটাকাটি হয় ৷ সেখানে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, হরভজন সাইমন্ডসকে ‘বাঁদর’ বলেছেন ৷ এই মন্তব্যের জেরে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড় হয় ৷ হরভজন সেদিন ঠিক কী বলেছিলেন, তা নিয়ে পরে অবশ্য নানা জল্পনা হয় ৷ সঠিকটা আজও সেভাবে জানা যায়নি ৷ হরভজনকে এর জন্য শাস্তিও পেতে হয় ৷
advertisement
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সাইমন্ডসের সতীর্থ ছিলেন হরভজন।
ভাজ্জি এদিন ট্যুইট করেন, ‘‘অ্যান্ড্র সাইমন্ডসের মৃত্যুর খবর কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি চলে গেল ও ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মার শান্তির কামনা করি ৷’’