TRENDING:

ট্রফি জিততে তৈরি সবুজ মেরুন ব্রিগেড

Last Updated:

মরশুমে কাপ আর ঠোঁটের দুরত্বটা আর রাখতে চান না মোহনবাগান কোচ সঞ্জয় সেন। আক্রমণাত্মক ছকেই আইজল বধে তৈরি মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে পাহাড়ি ছেলেদের হারিয়ে ফেড কাপ ঘরে তুলতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: মরশুমে কাপ আর ঠোঁটের দুরত্বটা আর রাখতে চান না মোহনবাগান কোচ সঞ্জয় সেন।
advertisement

আক্রমণাত্মক ছকেই আইজল বধে তৈরি মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে পাহাড়ি ছেলেদের হারিয়ে ফেড কাপ ঘরে তুলতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড।

আই লিগে আট বনাম দু’নম্বরের আজ ফাইনাল লড়াই। এই পরিসংখ্যানেও স্বস্তি থাকার উপায় নেই সঞ্জয় সেনের।

আই লিগে দুই দলের লড়াইয়ে হার-জিত সমান সমান। মরশুমের শেষ ট্রফি জিততে তাই দুই বাঙালি কোচের মস্তিস্কযুদ্ধ। ধারে-ভারে অনেকটা এগিয়ে মোহনবাগান। তবু ভয় আইজলের তরুণ তুর্কীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্রফি ঘরে তুলতে ৯০মিনিটের একটা লড়াই। গুয়াহাটিতে সেই নিয়েই ফোকাসড মোহনবাগান। দলের সবাই ফিট। তাই সেরা একাদশ খেলিয়েই ফেডারেশন কাপ জিততে মরিয়া মোহনবাগান।

বাংলা খবর/ খবর/খেলা/
ট্রফি জিততে তৈরি সবুজ মেরুন ব্রিগেড