TRENDING:

ISL 'মুকুট' মোহনবাগানের, ফুটবলে দেশের সেরা বাংলা, যুবভারতীতে ইতিহাস সবুজ-মেরুনের

Last Updated:

আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠ যুবভারতীতে দ্বিমুকুট জয়ের লক্ষ্যে নেমেছিল মোলিনার দল। সেই লক্ষ্যভেদ করল মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার আজ গর্বের দিন। বাঙালির আজ গর্ব করার দিন। ফুটবলে যে বাংলা-এ এখনও ভারতসেরা, তা আবার প্রমাণিত। আরও একবার আইএসএল মুকুট মোহনবাগানের।
News18
News18
advertisement

আইএসএল কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠ যুবভারতীতে দ্বিমুকুট জয়ের লক্ষ্যে নেমেছিল মোলিনার দল। সেই লক্ষ্যভেদ করল মোহনবাগান। আবার ভারতসেরা কলকাতার দল। লিগ-শিল্ডের পর আইএসএল কাপও জিতল মোহনবাগান। ২-১ গোলে বেঙ্গালুরুকে হারাল সবুজ-মেরুন।

আরও পড়ুন- রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ দিল প্রমাণ

advertisement

মরশুমের দুই সেরা দল নেমেছিল আইএসএল ফাইনাল খেলতে। মগজাস্ত্রের লড়াই। তাতে বেঙ্গালুরু এফসিকে ধরাশায়ী করল মোহনবাগান। এদিনের ম্যাচে  ৪৯ মিনিটে অ্যালবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জেসন কামিন্স। ৯৬ মিনিটে মোহনবাগানের জার্সিতে জয়সূচক গোল করেন জেমি ম্যাকলারেন।

একই মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতল সবুজ-মেরুন, যা কি না রেকর্ড। মুম্বই সিটি এফসির পর দ্বিতীয় দল হিসেবে সেই নজির গড়ল মোহনবাগান। একইসঙ্গে ঘরের মাঠে কোনও দল আইএসএল কাপ না জেতার যে অভিশাপ ছিল, সেটাও এদিন কেটে গেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ম্যাচ শেষে জেমি ম্যাকলারেন বলে গেলেন, ট্রফি জয়ের জন্য এসেছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। একটা ট্রফি জিতেছিলাম। আজ আরও একটা জিতলাম। তবে ফাইনালে বেঙ্গালুরু এফসি দুর্দান্ত খেলেছে। লড়াই করে আমাদের ম্যাচ বের করতে হয়েছে। এই জয়টা স্পেশাল। আজ এই জয় উদযাপন করার দিন। কেরিয়ারে অনেক ট্রফি জিতেছি। তবে এটা ট্রফি ক্যাবিনেট-এর একেবারে উপরের দিকে থাকবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ISL 'মুকুট' মোহনবাগানের, ফুটবলে দেশের সেরা বাংলা, যুবভারতীতে ইতিহাস সবুজ-মেরুনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল