KKR Eden Gardens Pitch Controversy: অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ দিল প্রমাণ

Last Updated:
KKR Eden Gardens Pitch Controversy: পিচ নিয়ে কম জলঘোলা হচ্ছে না, আর চিপকের পিচে কেকেআরের দারুণ পারফরম্যান্স বিতর্ক আরও ঘি দিল
1/8
Eden Gardens Pitch:  এই মরশুেম আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে আরসিবি-র কাছে ইডেনে হেরেছিল কেকেআর৷ আর ঠিক তারপর থেকেই  বিরাট পিচ বিতর্ক একটু একটু করে শুরু হয়েছে৷ একাধিকবার একাধিকভাবে কেকেআর অধিনায়ক চেয়েছেন ইডেনে বোলিং সহায়ক ট্র্যাক হোক , আর সেটা কোনওভাবেই শোনেননি ইডেনের পিচ কিউরেটর৷
Eden Gardens Pitch:  এই মরশুেম আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে আরসিবি-র কাছে ইডেনে হেরেছিল কেকেআর৷ আর ঠিক তারপর থেকেই  বিরাট পিচ বিতর্ক একটু একটু করে শুরু হয়েছে৷ একাধিকবার একাধিকভাবে কেকেআর অধিনায়ক চেয়েছেন ইডেনে বোলিং সহায়ক ট্র্যাক হোক , আর সেটা কোনওভাবেই শোনেননি ইডেনের পিচ কিউরেটর৷
advertisement
2/8
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ বোলিং সহায়কে কেকেআর ২০ ওভারে ৯ উইকেট তুলে নেয় সিএসকে-র৷ আর রানও করতে পারে ধোনির দল মাত্র ১০৩৷ Photo- AP
কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রমাণ করে দিলেন তাঁর দাবি ঠিক, বোলাররা জেতাতে পারে ম্যাচ, চিপকের পিচ বোলিং সহায়কে কেকেআর ২০ ওভারে ৯ উইকেট তুলে নেয় সিএসকে-র৷ আর রানও করতে পারে ধোনির দল মাত্র ১০৩৷ Photo- AP
advertisement
3/8
এদিন কেকেআরের জার্সি গায়ে সুনীল নারিন ৩ উইকেট, বরুণ চক্রবর্তী ২ উইকেট, হর্ষিত রানা ২ উইকেট, নেন৷ এছাড়াও ১ টি করে উইকেট নেন বৈভব অরোরা ও মুইন আলি৷
এদিন কেকেআরের জার্সি গায়ে সুনীল নারিন ৩ উইকেট, বরুণ চক্রবর্তী ২ উইকেট, হর্ষিত রানা ২ উইকেট, নেন৷ এছাড়াও ১ টি করে উইকেট নেন বৈভব অরোরা ও মুইন আলি৷
advertisement
4/8
আইপিএলে প্রধানত ব্যাটিং ধামাকাই নির্ধারিত করে দেয় ম্যাচের ভাগ্য, সেখানে কেকেআর এদিন বোলিং সহায়ক পিচে বোলিং পুঁজি করে ম্যাচ বার করে নিয়ে গেল সগৌরবে৷
আইপিএলে প্রধানত ব্যাটিং ধামাকাই নির্ধারিত করে দেয় ম্যাচের ভাগ্য, সেখানে কেকেআর এদিন বোলিং সহায়ক পিচে বোলিং পুঁজি করে ম্যাচ বার করে নিয়ে গেল সগৌরবে৷
advertisement
5/8
ইডেনে কেকেআরের শেষ ম্যাচে এলএসজি-র বিরুদ্ধে দু পক্ষ মিলিয়ে উঠেছিল ৪৫০ -র মতো রান, তাতেই ইডেন পিচ কিউরেটরের দাবি ছিল এই পিচও ভাল না হলে ভাল পিচ কাকে বলে৷
ইডেনে কেকেআরের শেষ ম্যাচে এলএসজি-র বিরুদ্ধে দু পক্ষ মিলিয়ে উঠেছিল ৪৫০ -র মতো রান, তাতেই ইডেন পিচ কিউরেটরের দাবি ছিল এই পিচও ভাল না হলে ভাল পিচ কাকে বলে৷
advertisement
6/8
শুক্রবার লো স্কোরিং ম্যাচে ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতা দল কেকেআর আইপিএল পয়েন্ট টেবলে ৩ নম্বরে উঠে এল এবং নেট রানরেটও এক ঝটকায় বাড়িয়ে নিল যা দাঁড়াল ০.৮০৩৷ Photo- AP
শুক্রবার লো স্কোরিং ম্যাচে ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতা দল কেকেআর আইপিএল পয়েন্ট টেবলে ৩ নম্বরে উঠে এল এবং নেট রানরেটও এক ঝটকায় বাড়িয়ে নিল যা দাঁড়াল ০.৮০৩৷ Photo- AP
advertisement
7/8
অর্থাৎ প্রমাণ হল যে দলের যেটা শক্তি সেই দল সেই শক্তি নিয়েই বিপক্ষকে মাত দিতে পারে৷ তাই হোম টিম হিসেবে কেকেআর যদি ইডেনে বোলিং সহায়ক পিচ চায় তাহলে তাতে কোনও বাড়তি ঘ্যানঘ্যানানি নেই৷
অর্থাৎ প্রমাণ হল যে দলের যেটা শক্তি সেই দল সেই শক্তি নিয়েই বিপক্ষকে মাত দিতে পারে৷ তাই হোম টিম হিসেবে কেকেআর যদি ইডেনে বোলিং সহায়ক পিচ চায় তাহলে তাতে কোনও বাড়তি ঘ্যানঘ্যানানি নেই৷
advertisement
8/8
সূত্রের খবর অনুসারে ইডেনের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিসিআই গাইডলাইন্স মেনেই আইপিএল পিচ হয় সেখানে তাহলে কী করে চিপকের পিচ তৈরি হয় তারা কি তাহলে বিসিসিআই গাইডলাইন্স মানেনি৷ এটাই এখন কেকেআর ফ্যানদের মধ্যে লাখ টাকার প্রশ্ন৷
সূত্রের খবর অনুসারে ইডেনের পক্ষ থেকে জানানো হয়েছিল বিসিসিআই গাইডলাইন্স মেনেই আইপিএল পিচ হয় সেখানে তাহলে কী করে চিপকের পিচ তৈরি হয় তারা কি তাহলে বিসিসিআই গাইডলাইন্স মানেনি৷ এটাই এখন কেকেআর ফ্যানদের মধ্যে লাখ টাকার প্রশ্ন৷
advertisement
advertisement
advertisement