তবে কলিঙ্গতে মহারণে নামার আগে চাপে রয়েছে মোহনবাগান। কারণ জাতীয় দলের থাকার জন্য ৭ জন প্লেয়ারক পাচ্ছে না মোহনবাগান। সঙ্গে চোটও রয়েছে এক জনের। ফলে দলের ৮ জন প্রথম সারির প্লেয়ারকে ছাড়াই সুপার কাপের ডার্বিতে নামতে হবে সবুজ মেরুণ ব্রিগেড। তবে শক্তি যাই থাক এই দল নিয়েই ম্যাচের আগে হুঙ্কার ছেড়েছেন বাগানের অন্তর্বর্তীকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা।
advertisement
মেগা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ক্লিফোর্ড মিরান্ডা বলেন,”আমরা জানি যে এই ধরনের ম্যাচে পূর্ণ শক্তির দল থাকাটা খুব দরকার। তবে যা নেই তা নিয়ে ভেবে কী লাভ। যারা আছে তারা নিজেদের একশো শতংশ দিতে হবে। তা হলেই ম্যাচ জিতব। এই ম্যাচ জিতলে শুধু সেমিফাইনালের টিকিট পাকা হবে তাই নয়, এশিয়ার ফুটবলে কেলার সুযোগ মিলবে। তাই সবদিক মাথায় রেখেই নামবে ছেলেরা।”
আরও পড়ুনঃ Biryani: বিরিয়ানির হাঁড়িতে আটা কেন থাকে? কারণ জানলে অবাক হবেন
প্রসঙ্গত, সেমি ফাইনালে যেতে হলে সুপার কাপ ডার্বি জিততেই হবে মোহনবাগানকে। কারণ ২ ম্যাচে ৫ গোল করে ৩ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৪ গোল করে ২ গোল খেয়েছে মোহনবাগান। গোল পার্থক্য একই হলেও গোল করার নিরিখে এগিয়ে লাল-হলুদ। তাই ডার্বি ড্র করতে পারলেই সেমিতে চলে যাবে ইস্টবেঙ্গল। আর মোহনবাগানের চাই পুরো পয়েন্ট।