TRENDING:

Durand Cup: মোহনবাগান সত্যিই জায়ান্ট! প্রথমবার মুম্বইকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে কামিংসরা

Last Updated:

মোহনবাগানের দুরন্ত জয় মুম্বইকে হারিয়ে, পৌঁছে গেল ডুরান্ড কাপ সেমিফাইনালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজকের আগে পর্যন্ত মোহনবাগানের সামনে বড় দুর্নাম ছিল তারা আর যাই করুক, মুম্বই সিটি এফসি কে হারাতে পারে না। সাতবারের সাক্ষাৎকারে পাঁচবার হেরেছিল সবুজ মেরুন। জয় আসেনি একবারও। দুবার ড্র হয়েছিল। কিন্তু আজ পুরনো ট্রেন্ড ঘুরতে পারে এমন প্রতিজ্ঞা করেছিলেন মোহনবাগান ফুটবলাররা। মুম্বইয়ের বিরুদ্ধে আজ শুরু থেকেই কিছু করে দেখানোর তারিখ ছিল সবুজ মেরুনের।
গোল করার পথে মোহনবাগানের আনোয়ার
গোল করার পথে মোহনবাগানের আনোয়ার
advertisement

৯ মিনিটের মাথায় আশিকের পাস ধরে কামিংস বক্সের মধ্যে এগোতে গেলে তাকে ফেলে দেওয়া হয়। পেনাল্টি দেন রেফারি। গোল করতে ভুল করেননি বিশ্বকাপার। কামিংস গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ২৭ মিনিটে সমতা ফিরিয়ে আনে মুম্বই। আলবার্ত বক্সের মধ্যে মাইনাস করলে আর্জেন্টিনার স্ট্রাইকার পেরেরা ডিয়াজ বুক দিয়ে বল জালে পাঠান। আনোয়ার এবং হেক্টর আটকাতে পারেননি।

advertisement

তবে আবার মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। দু মিনিটের ভেতরেই এগিয়ে যায় সবুজ মেরুন। হুগর বাঁদিক থেকে তোলা বলে হেডে ২-১ করেন মনবীর সিং। কিন্তু এরপরেও কেমন যেন খেলাটা পুরো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছিল না মোহনবাগান। থাপা, সাহাল পরিশ্রম করছিলেন বটে। কিন্তু মুম্বইয়ের দখলে বল ছিল বেশি। সেকেন্ড হাফ শুরু হওয়ার পর মুম্বই খেলায় ফেরার চেষ্টা করল।

advertisement

৫৫ মিনিটে তারা পেনাল্টি পেলেও পেতে পারত। ৬২ মিনিটে তিন নম্বর গোলটা পেয়ে গেল মোহনবাগান। ডান দিক থেকে আশিকের ক্রসে দুরন্ত জাম্প করে জালে জড়িয়ে দিলেন আনোয়ার। নেপালের দলের বিরুদ্ধে কয়েকদিন আগেই দুটো গোল করেছিলেন। আজ আবার করলেন। দুটো পরিবর্তন নিল মোহনবাগান। নিয়ে আসা হল গ্লেন মার্টিন এবং লিস্টনকে।

advertisement

নিজেদের ডিফেন্স শক্ত করে নিলো সবুজ মেরুন। শেষ পর্যন্ত লড়াই হল। শেষ পর্যন্ত মোহনবাগানের ইতিহাসে প্রথমবার তারা পরাজিত করল মুম্বই সিটি এফসিকে। পৌঁছে গেল ডুরান্ড কাপ সেমিফাইনালে। সেখানে তাদের মুখোমুখি এফসি গোয়া।

বাংলা খবর/ খবর/খেলা/
Durand Cup: মোহনবাগান সত্যিই জায়ান্ট! প্রথমবার মুম্বইকে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে কামিংসরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল