TRENDING:

Mohun Bagan SG vs Abahani Limited Dhaka: বিক্রি হয়ে গেছে ঢাকা দলের বরাদ্দ ১২ হাজার টিকিট, মাঠে কার সমর্থণে গলা ফাটাবেন লাল-হলুদ সমর্থকরা

Last Updated:

বিশাল কাইথ (গোলকিপার), ব্র‍্যান্ডন হ্যামিল, আনোয়ার আলি, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, গ্ল্যান মার্টিন্স, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, হুগো বুমোস, জেসন কামিংস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মোহনবাগান বনাম ঢাকা আবহনী লড়াই আজ সন্ধ্যায়৷ এএফসিকাপে উপস্থিতির হ্যাটট্রিক বজায় রাখতে মোহনবাগান জয়ের লক্ষ্যে ঝাঁপাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ এদিকে এদিনের ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে মাঠ ভরাবেন লাল-হলুদ সমর্থকরা৷ মোহনবাগান বনাম ঢাকা আবহনী ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা গলা ফাটাবেন আবাহনীর সমর্থনে৷
 ঢাকা আবাহনীর জন্য বরাদ্দ ১২ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে৷
ঢাকা আবাহনীর জন্য বরাদ্দ ১২ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে৷
advertisement

সূত্রের খবর ঢাকা আবাহনীর জন্য বরাদ্দ ১২ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে৷ যা কিনে নিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা৷ এএফসি কাপে  এর আগের রাউন্ডে মহিন্দ্রা এফসিকে পরাজিত করার পর, মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ২০২৩ এএফসি কাপ দক্ষিণ অঞ্চলের প্লে অফের লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট৷ এদিন আবাহনী লিমিটেড ঢাকার বিরুদ্ধে  ম্যাচটি খেলবে সবুজ-মেরুণ৷

advertisement

গ্রুপ পর্বের বিজয়ী দ্বিতীয় স্তরের মহাদেশীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে একটি টিকিট নিশ্চিত করবে। তাই মেরিনার্সরা তাঁদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে৷

advertisement

তবে মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স সেরকম ভালভাবে ছিল না। তারা টানা দুই জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু করলেও, তারা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে ০-১ গোলে হেরে যায়।

আরও পড়ুন –  West Bengal Weather Update: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপ তোলপাড় করা দামাল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে ভয়ে কাঁপছে নানা জেলা, ওয়েদার আপডেট

advertisement

তবে মোহনবাগান এএফসিতে মাহিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে। আনোয়ার আলি এবং জেসন কামিংসের গোলের কামালে নেপালের দলকে খাবি খাইয়ে ম্যাচ জিতে যায়৷

দুই দলের এর আগে মুখোমুখি হয়েছিল গত বছর কোয়ালিফায়ারে৷ তখন এটিকে মোহনবাগান নামে খেলত মোহনবাগান। তবে এবার মোহনবাগান সুপার জায়ন্টস নামে খেলবে ঢাকা আবাহনীর সঙ্গে দেখা হয়েছিল ৷ ঢাকা আবাহনী দলটি এএফসিতে খেলা বাংলাদেশের সফলতম দল৷ পাশাপাশি রীতিমতো কঠিন প্রতিপক্ষ৷

advertisement

দেখে নিন কেমন হতে পারে মোহনবাগান সুপার জায়ন্টসের সম্ভাব্য একাদশ

বিশাল কাইথ (গোলকিপার), ব্র‍্যান্ডন হ্যামিল, আনোয়ার আলি, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, গ্ল্যান মার্টিন্স, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, হুগো বুমোস, জেসন কামিংস

আবাহনী লিমিটেড ঢাকা-র সম্ভাব্য একাদশ

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

মাহফুজ হাসান (গোলরক্ষক), রহমত মিয়া, রিদয়, এজিকেল, মুজাফারাজন, ফয়সল, আহমেদ শাহিম, ওজোকু, চুকুদিবুদে, মাসুর রাণা, কর্নেলিয়াস স্টুয়ার্ট, সোলেইমানি

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan SG vs Abahani Limited Dhaka: বিক্রি হয়ে গেছে ঢাকা দলের বরাদ্দ ১২ হাজার টিকিট, মাঠে কার সমর্থণে গলা ফাটাবেন লাল-হলুদ সমর্থকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল