TRENDING:

Mohun Bagan News: টাইগার আভি জিন্দা হ্যায়, ফির ভি..! যুগের অবসান, প্রাক্তনের পথে বাগানের বাঁশিওয়ালা!

Last Updated:

Mohun Bagan News: ভোটমুখী বাগানের পোস্টার বয় ছিলেন তিনিই! সমঝোতার সমীকরণে এবার প্রাক্তনের পথে টুটু বোস! স্বেচ্ছা অবসর? সেটাও বলা যাচ্ছে না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নয় দশকে বন্ধু অঞ্জনকে নিজের চেয়ারটা (সচিব পদ) ছেড়ে দেওয়া থেকে শুরু! তারপর গঙ্গা দিয়ে কত জল বয়ে গিয়েছে। গঙ্গাপাড়ের ক্লাবের উপর দিয়েও ঝড়-ঝাপটা কম যায়নি। বারে বারে বরাভয় হয়ে দাঁড়িয়েছেন ওই একজনই! টুটু বসু বা স্বপন সাধন বসু। দলবদলের খেলায় পড়শি ক্লাবের চোখে চোখ রেখে জবাব দেওয়া থেকে মরশুমের পর মরশুম পেল্লায় দল গড়া! সবই তো ওই বোসের জন্য! কিংবা শতাব্দী পার করা ক্লাবের ওপর ফেডারেশনের নির্বাসনের কোপ? সেই বারেও তো ত্রাতা এই টুটু বসু! এই বাজারেও ক্লাবের ক্রিকেট টিম চালাতে গৌরী সেন তিনিই! বাগানের বটগাছ, বাগানের মাসিহা। দু’দশকেরও বেশি সবুজ মেরুনের সভাপতি পদ সামলেছেন! এবার তিনিও প্রাক্তনের পথে!
পোস্টার ব্যানার, ফ্লেক্সে সৃঞ্জয় বসুর সঙ্গে টুটু বসুর ছবি চিপকেই নামতে হয়েছিল ভোট যুদ্ধে! ট্যাগলাইন থাকতো, তোমাকে চাই!
পোস্টার ব্যানার, ফ্লেক্সে সৃঞ্জয় বসুর সঙ্গে টুটু বসুর ছবি চিপকেই নামতে হয়েছিল ভোট যুদ্ধে! ট্যাগলাইন থাকতো, তোমাকে চাই!
advertisement

সবুজ মেরুন সদস্য, সমর্থকদের কাছে আজও বাগান আর বোস সমার্থক। ২০২৫ এর না-হওয়া নির্বাচনেও স্লোগান ছিল, ‘সব ভোট টুটু বোস’! পোস্টার ব্যানার, ফ্লেক্সে সৃঞ্জয় বসুর সঙ্গে টুটু বসুর ছবি চিপকেই নামতে হয়েছিল ভোট যুদ্ধে! ট্যাগলাইন থাকতো, তোমাকে চাই! সচিবের হটসিটে সৃঞ্জয় এলেন, প্রাক্তন হতে চলেছেন ডাবল টু! জীবনের ৭৭ টা বছর পার করে দেওয়া এই মানুষটাই তো বাগানের বাঁশিওয়ালা। বাগানের আবেগ, বাগানের ভালোবাসা, বাগানের আশা ভরসা।

advertisement

আজ তাঁকেই সরে যেতে হচ্ছে সভাপতি পদ থেকে! স্বেচ্ছা অবসর?

বলা যাচ্ছে না! কিছুদিন আগেও তো বাগানের না-হওয়া নির্বাচনের প্রচার সভায় হাজির ছিলেন স্বমেজাজে! তারও কয়েকদিন আগে বালিগঞ্জের বসু ভিলায় সাংবাদিকদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রতিপক্ষকে উড়িয়ে বলেছিলেন,’টাইগার আভি জিন্দা হ্যায়!’ মোহনবাগানকে ঘিরেই তো এই টাইগারের বেঁচে থাকা, স্বপ্ন দেখা! তা’হলে?

advertisement

শতবর্ষ পেরোনো ক্লাবে মতভেদ থাকতে পারে, সম্পর্কে দেওয়াল উঠতে পারে, গোষ্ঠী সমীকরণ বদলাতে পারে! কিন্তু মোহনবাগানী মানেই ডাবল-টু তে এসে এক, অভিন্ন। বাগানের অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার সবই ওই একজন। বাগানের প্রবীণ থেকে নবীন সবার কাছেই তিনি হিরো। এত কিছুর পরেও!

আরও পড়ুন – Fake Ghee and Real Ghee: অনেক দাম দিয়ে ঘি কিনছেন! জানছেন কি তাতেও আটকাতে পারছেন না ভেজাল ঘি, চিনে নিন বাড়ির কৌটোয় রাখা ঘি আসল নাকি নকল

advertisement

ক্রীড়া সাংবাদিক ক্লাবে ভোটমুখী বাগানে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে শুধু টুটু বোসের প্রশংসা করেই কট্টর সমালোচকেরও মন জিতে নিয়ে ছিলেন প্রাক্তন সচিব দেবাশিষ দত্ত। টুটু বোস সচিব পদে লড়লে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন বাগানের ডিডি! ঝাপসা সমঝোতায় বাগানে ভোট হয়নি! ডাবল-টুর কপাল লিখন আবছা নয়।

advertisement

সোমবার বাগানে সৃঞ্জয় বোসের নেতৃত্বাধীন এক্সিকিউটিভ কমিটির প্রথম বৈঠক

। সহ-সভাপতি পদে কুনাল ঘোষ, মলয় ঘটক, উত্তম সাহাদের অভিষেক পোক্ত! কো-অপ্ট হয়ে কমিটিতে আসছেন সঞ্জয় ঘোষও।

কিন্তু দেবাশিষ দত্ত কি আরো একবার বেপরোয়া সাহস দেখানোর ঝুঁকি নেবেন? বাগান জনতার কৌতুহল সেখানেই! টাইগার আভি জিন্দা হ্যায়। টুটু বোসকে যে আজও দরকার সবুজ মেরুনের! সংবিধানে বদলে এনে চেয়ারম্যান করা কিংবা মোহনবাগান রত্ন দেওয়ার থেকে অনেক বেশি সম্মানের! শতাব্দী পার ক্লাবের জন্য কী করেননি সাতাত্তর পেরোনো মানুষটা! হুইলচেয়ারও আলাদা করতে পারেনি মোহনবাগান ও টুটু বোসকে! ক্লাইম্যাক্সটা তাই অন্যরকম হলেই ভাল! টাইগার আভি জিন্দা হ্যায়!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Paradip Ghosh

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan News: টাইগার আভি জিন্দা হ্যায়, ফির ভি..! যুগের অবসান, প্রাক্তনের পথে বাগানের বাঁশিওয়ালা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল