ড্রেসিং-রুমে ফিরে গিয়েছেন হুগো বোমাস-জেসন কামিংসরা। তবে মাঠের একপ্রান্তে আলাদা করে স্প্রিন্ট টানতে দেখা গেল দিমিত্রি পেত্রাতোসকে। চোখের সংক্রমণের জেরে এএফসি কাপের ম্যাচে দলে ছিলেন না এই অজি ফুটবলাররা।
রবিবার মুম্বই এফসি’র বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামলেও সেভাবে দাগ কাটতে পারেননি। তাই ডুরান্ড কাপের সেমি-ফাইনালে এফসি গোয়া ম্যাচের আগে ছন্দে ফিরতে মরিয়া দিমিত্রি। অনুশীলনে সেই তাগিদ দেখা গেল তাঁর মধ্যে। মুম্বই সিটির বিরুদ্ধে জয়ের হ্যাংওভার কাটিয়ে সোমবার থেকেই গোয়া ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট।
advertisement
রবিবার খেলা প্রথম একাদশের ফুটবলারদের হাল্কা ট্রেনিং করিয়েই ছুটি দিলেন কোচ ফেরান্দো। তবে বাকিদের নিয়ে পুরোদমে অনুশীলন সারলেন স্প্যানিশ কোচ। অর্ধেক মাঠে দুটো ছোট গোলপোস্ট বসিয়ে চলে উইং প্লে-র মহড়া। ছোট ছোট পাস খেলে ক্রমাগত ক্রস বাড়ান গ্লেন-লিস্টনরা। লক্ষ্যভেদের দায়িত্ব ছিল দিমিত্রি পেত্রাতোস-কিয়ান নাসিরিদের।
সবুজ-মেরুন জার্সিতে চার ম্যাচে একটি গোল করা আর্মান্দো সাদিকু এখনও ভরসা জোগাতে পারেননি। তাই গোয়ার বিরুদ্ধে দিমিত্রিকে প্রথম একাদশে ফেরাতে পারেন কোচ ফেরান্দো। সেই মতো এদিন অনুশীলনে বাড়তি ঘাম ঝরাতে দেখা গেল অজি স্ট্রাইকারকে। মুম্বই ম্যাচে প্রথম একাদশে সুযোগ হারানো আর এক ফুটবলার লিস্টন কোলাসো আবার পেনাল্টির প্রস্তুতি সারলেন।
তরুণ গোলরক্ষক সৈয়দ জাহিদ বুখারিকে পরাস্ত করে তাঁর একের পর এক শট আছড়ে পড়ে জালে। মুম্বইয়ের বিরুদ্ধে তৃতীয় গোলদাতা আনোয়ার আলির জন্মদিন ছিল সোমবার। অনুশীলন শেষে কেক কেটে সতীর্থর বার্থডে সেলিব্রেশন করলেন কামিংস-মনবীররা। এদিকে, সোমবার মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নয়া গোলরক্ষক কোচ মার্টিন রুইজ স্যাঞ্চেজ।