শতবর্ষে কোপা আমেরিকা। ইতিহাস-ঐতিহ্যে-তারকার মেলায় জমজমাট। এখানেই জ্বলজ্বল করছে শতাব্দীপ্রাচীন মোহনবাগানের নাম। কোপা আমেরিকার সেন্টিনারির অফিসিয়াল ওয়েব সাইটেই রয়েছে মোহনবাগান। হাইতির হয়ে সনি নর্ডি খেলতে গেছেন এবারের কোপা। তাঁরই শেষ ক্লাব পরিচিতি হিসেবে যুক্ত হয়েছে মোহনবাগানের নাম।
২০১৬-১৭ সালে সনি নর্ডি নিজে ফের মোহনবাগানে খেলার ইচ্ছে প্রকাশ করলেও, তা এখনও চূড়ান্ত করতে পারেননি বাগান কর্তারা। আপাতত ক্লাবের হয়ে ফেড কাপ জয়ের পর দেশের হয়ে নিজের সেরাটুকু উজাড় করে দিতে তৈরি নর্ডি।
advertisement
হাতে গোনা আর কয়েকটা দিন। তার আগে ইউরোপ জুড়ে চলছে প্রস্তুতি পর্ব। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ছয়-এক গোলে হারাল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। জোড়া গোল মোরাতা ও নোলিতার। বাকি দুটি গোল ডাভিদ সিলভা ও ফ্যাবরেগাসের।
এই মুর্হূতে ফিফার তালিকায় এক নম্বর বেলজিয়াম। কিন্তু প্রস্তুতিতেই তাদের রুখে দিল ফিনল্যান্ড। ম্যাচের ফল এক-এক। তবে চমক দিয়েছে নেদারল্যান্ডস। ইউরো খেলবে পোল্যান্ড। তাদের দুই-এক গোলে হারিয়ে দিল ডাচরা। অন্য একটি প্রস্তুতি ম্যাচে রাশিয়াকে দুই-এক গোলে হারিয়ে দিল চেক প্রজাতন্ত্র