আর লিগ টেবিলে ৯ নম্বরে ছিল টালিগঞ্জ অগ্রগামী। ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করল মহমেডান। তন্ময় ঘোষের পাস থেকে অভিষেক হালদার দুর্দান্ত বা পায়ের শটে এগিয়ে দিলেন মহমেডানকে। এরপর ৩৩ মিনিটে দ্বিতীয় গোল সাদা কালোর। সাঙ্গার মাইনাস থেকে অভিজিৎ সরকার গোল করলেন। টালিগঞ্জ একমাত্র স্ট্রাইকার জর্জকে ওপরে রেখে খেলছিল।
আলতামাস, রসৈলি সুযোগ পেলে আক্রমণ তুলে আনছিলেন বিপক্ষ মহমেডেন বক্সে। ৫৭ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল মহমেডান। গোল করলেন অভিজিৎ। ডান দিক থেকে ভেসে আসা বলে ফ্লাইং হেডে নিজের দ্বিতীয় গোল করলেন বাঙালি স্ট্রাইকার। ৭৫ মিনিটে গণেশ বেসরা চতুর্থ গোল করলেন।
এই সময় প্রচন্ড বৃষ্টি নামল। কিন্তু টালিগঞ্জ পাল্টা কিছুই করতে পারল না। মহমেডান পরে নিয়ে এল সামাদ, দেঙ্গিল এবং অঙ্গুসানাকে। তবে গোল সংখ্যা বাড়েনি। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগে চার গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়বে মহমেডানের।