TRENDING:

আগামীকাল শুরুতেই গোল চাইছে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দল

Last Updated:

সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড অনুযায়ী লিগে ভাল শুরু করেও ক্রমশ ছন্দ হারিয়ে ফেলেছে মহমেডান। এবার তাই বেশ সতর্ক মৃদুল বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার কলকাতা প্রিমিয়ার লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং ক্লাব। জর্জকে গুরুত্ব দিলেও পুরো তিন পয়েন্ট পেতে আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির।
advertisement

জর্জ টেলিগ্রাফ ম্যাচকে মিনি ডার্বির ড্রেস রিহার্সাল হিসেবে ব্যবহার করতে চাইছেন মহমেডান কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। আগের ম্যাচে ভবানীপুরকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সাদা-কালো শিবির।

জর্জের বিরুদ্ধেও জিততে মরিয়া মৃদুলের দল। লিগের সূচি অনুযায়ী এর পরের ম্যাচেই ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মহমেডান। তাই বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নন মৃদুল। উইনিং কম্বিনেশনে কোনও বদল আনতে চান না। শুধুমাত্র চোটের জন্য দুরন্ত ফর্মে থাকা ফৈয়াজকে পাচ্ছে না মহমেডান। জর্জ রক্ষণ ভেঙে দ্রুত গোল তুলে নিতে স্ট্রাইকারে ডোডোজ ও মনবীর জুটিকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে।

advertisement

সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড অনুযায়ী লিগে ভাল শুরু করেও ক্রমশ ছন্দ হারিয়ে ফেলেছে মহমেডান। এবার তাই বেশ সতর্ক মৃদুল বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
আগামীকাল শুরুতেই গোল চাইছে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দল