TRENDING:

Mohammedan SC: মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের, আট দশক পর ময়দানের সাদা-কালো তাবুতে ফিরল সোনালী দিন

Last Updated:

Calcutta Football League Champion Mohammedan SC: কলকাতা ময়দানে ফিরল মহমেডানের সোনালী দিন। আট দশক পর ফের একবার কলকাতা ফুটবল লিগ জয়ের হ্যাটট্রিক গড়ল সাদা-কালো ব্রিগেড। ১৯৩৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান। তারপর এই ফের শেষ তিনবার কলকাতা লিগ ঘরে তুলল কলকাতার তৃতীয় প্রধান ক্লাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা ময়দানে ফিরল মহমেডানের সোনালী দিন। আট দশক পর ফের একবার কলকাতা ফুটবল লিগ জয়ের হ্যাটট্রিক গড়ল সাদা-কালো ব্রিগেড। ১৯৩৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহমেডান। তারপর এই ফের শেষ তিনবার কলকাতা লিগ ঘরে তুলল কলকাতার তৃতীয় প্রধান ক্লাব। কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-০ গোলে হারাতেই লিগ জয় নিশ্চিৎ হয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাবের।
কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের
কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের
advertisement

কলকাতা লিগে পুরো মরশুম জুড়েই দুরন্ত ফুটবল খেলে সাদা-কালো ব্রিগেড। এদিন মোহনবাগানের বিরুদ্ধে জয় পেলে লিগ জয় নিশ্চিৎ ছিল। ড্র হলে তাকিয়ে থাকতে হত অন্য দলের দিকে। তাহলেও অ্যাডভান্টেজ থাকত সাদা-কালো ব্রিগেডের। কিন্তু কোনও জটিল অঙ্কে না গিয়ে মোহনবাগানকে হারিয়ে ৪৪ পয়েন্টে পৌঁছে গেল মহমেডান। নিকটতম প্রতিদ্বন্দী সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪২ পয়েন্টে পৌঁছতে পারবে। ২১ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোল স্কোরার হলেন ডেভিড।

advertisement

advertisement

এদিন ম্যাচে শুরু থেকেই ভালো ফুটবল খেলে মহমেডান। ম্যাচের ১৩ মিনিটেই গোলের মুখ খুলে ফেলে মহমেডান। কর্ণার থেকে আসা বলে হেড করে বল জালে জড়িয়ে দেন রেমসাঙ্গা। প্রথমার্ধেই দ্বিতীয় গোল করে ফেলে সাদা-কালো শিবির। মাঝমাঠ থেকে লম্বা একটি বল ভাসানো হয়েছিল। ১৮ গজ বক্সের ঠিক বাইরে সেই বল পান ডেভিড। বাগানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক দেবনাথ মন্ডলকে ডজ দিয়ে গোল করেন ডেভিড। এরপর গোটা ম্যাচে দুই দল একাধিক সুযোগ পেলেও আর গোলের মুখ খোলেনি।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বিমানে কোন ফল নিয়ে যাত্রা করা একেবারে নিষিদ্ধ, ধরা পড়লে হাজতবাসও হতে পারে

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ম্যাচ শেষের বাঁশি বাজার কয়েক মিনিট আগে থেকেই মাঠে সেলিব্রেশন শুরু হয়ে যায় মহমেডান ফ্যানেদের। ট্রফি জয়ের হ্যাটট্রিক বলে কথা। আর ম্যাচ শেষ হতেই উৎসবে সামিল হন প্লেয়াররাও। মহামেডান ফুটবলারদের ভিক্টোরিয়া থেকে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাওয়া হবে ক্লাবে। আগামি কয়েক দিন যে ময়দানের সাদা-কালো তাবুতে উৎসবের পরিবেশ থাকবে তা বলাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammedan SC: মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের, আট দশক পর ময়দানের সাদা-কালো তাবুতে ফিরল সোনালী দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল