বিশ্বের এক নম্বর টেস্ট বোলার বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ দারুণ কার্যকর ছিল। এক সাক্ষাৎকারে সিরাজ জানান, দায়িত্ব পেলে তাঁর পারফরম্যান্স আরও ভালো হয়। এজবাস্টনে দেওয়া তাঁর পূর্ববর্তী বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, এবার সময় এসেছে সমস্ত সমালোচনার জবাব দেওয়ার এবং সেই সব আলোচনা থামানোর।
মহম্মদ সিরাজ বলেন, “আমি কী করছি সে বিষয়ে সচেতন থাকি এবং মানুষের মন্তব্যকে গুরুত্ব দিই না, কারণ তারা আমার সংগ্রামের পথ জানে না।” তিনি আরও বলেন যে,”তিনি দীর্ঘদিন ধরে মানুষের নেতিবাচক মন্তব্য সহ্য করে এসেছেন, তবে এবার তিনি মাঠে জবাব দিয়েছেন। আগামী দিনেও দেশের জার্সি গায়ে সেরাটা দিতে তৈরি তিনি।”
advertisement
আরও পড়ুন: পুজারাই শেষ নয়! আরও ৫ ভারতীয় তারকার অবসর! তালিকায় একের পর এক চমকে দেওয়া নাম
জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে দলের ভিতরে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে নেতৃত্ব দিয়েছেন সিরাজ। তিনি সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় বারবার তাঁদের উৎসাহ দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে অতীতেও তারা এমন সাফল্য অর্জন করেছে, ভবিষ্যতেও তা সম্ভব। সিরাজের এই মানসিকতা ও পারফরম্যান্স ভারতীয় দলের জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে।