এই ডানহাতি পেসার শ্রীলঙ্কার নিজের বাড়িতে লঙ্কার সব ঝাঁঝ বার করে দিয়েছিলেন৷ তাঁর এদিনের বোলিং পারফরম্যান্স মুগ্ধ করবে কয়েক যুগ৷ এদিকে এদিনের প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার মহম্মদ সিরাজ তুলে দেন শ্রীলঙ্কার গ্রাউন্ডম্যানদের হাতে৷
advertisement
কারণ এশিয়া কাপে আবহাওয়ার তুলকালামের জন্য বিভিন্ন দিনে, বিভিন্ন সময়ে ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হয়েছে৷ এবং মাঠকে ফের খেলার যোগ্য করে তোলার জন্য রীতিমতো পরিশ্রম করেছেন৷ তাই নিজের প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারের জন্য যে টাকা পেয়েছেন তা মাঠ কর্মীদের দিয়ে দেন৷ তিনি এও বলেন এই টাকাটা খুবই সামাণ্য কিন্তু তাও তিনি এই কাজ করেন৷
কিন্তু কেন এরকম করলেন মহম্মদ সিরাজ তা নিয়ে সকলে আসল কারণটা অবশ্য জানেন না৷ সিরাজ তেলঙ্গানার হায়দরাবাদের ছেলে৷ তিনি জাতীয় দলের জার্সি গায়ে আজ ক্রিকেটটা খেলছেন৷ তবে তাঁর জাতীয় দল পর্যন্ত পৌঁছনোর রাস্তাটা মোটেই মসৃণ ছিল না৷
তিনি অটো রিক্সা ড্রাইভারের ছেলে৷ মা ছিলেন গৃহবধূ৷ ফলে ছোটবেলায় তিনি অনেকটা কষ্ট করেছেন৷ আর তাই দরিদ্র মানুষের কষ্ট এখনও বোঝেন৷