চলতি সিরিজে জাদেজা প্রথম দুই ওয়ানডেতে উইকেটশূন্য ছিলেন। প্রথম ম্যাচে তিনি ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি, দ্বিতীয় ম্যাচেও ৫৬ রান খরচ করেও উইকেটের দেখা পাননি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজেও তাঁর ঝুলিতে ছিল মাত্র একটি উইকেট। তবে সিরাজের মতে, এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
advertisement
প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে সিরাজ বলেন, জাদেজার ফর্ম নিয়ে দলের মধ্যে কোনো চিন্তা নেই। তিনি জানান, একবার ব্রেকথ্রু পেলেই জাদেজাকে আবার আগের মতো ভয়ঙ্কর বোলার হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, জাদেজার ওয়ানডে কেরিয়ার রেকর্ড অত্যন্ত সমৃদ্ধ—২০৯ ম্যাচে প্রায় ২,৯০০ রান ও ২৩২টি উইকেট রয়েছে তাঁর নামে।
এছাড়াও, দ্বিতীয় ওয়ানডেতে পরাজয় সত্ত্বেও ভারতীয় বোলিং ইউনিট আত্মবিশ্বাসী বলেই জানান সিরাজ। তিনি বলেন, কিছু সহজ ক্যাচ হাতছাড়া হওয়াতেই ম্যাচের ফল বদলে যায়। তবে ব্যাটিংয়ে কেএল রাহুল ও নীতীশ রেড্ডির লড়াকু ইনিংস দলের জন্য ইতিবাচক দিক বলে মনে করছেন তিনি।
